




টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে আজই প্রথমবার ইংল্যান্ডকে হারানোর আনন্দ পেল সাকিব আল হাসানের দল। বল হাতে হাসান মাহমুদদের মিতব্যয়ী বোলিংয়ের পর শান্ত ও সাকিবের ব্যাটে ভর করে ৬ উইকেটের জয়ে তিন ম্যাচ সিরিজে এগিয়ে





গেল লাল-সবুজের জার্সিধারীরা।বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো বাংলাদেশ। এর আগে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে একবারের দেখায় বাংলাদেশ হেরেছিল ৮ উইকেটে।টস হেরে আগে ব্যাটিং করে ৬





উইকেটে ১৫৬ রান করে ইংল্যান্ড। তাড়া করতে নেমে বাংলাদেশ ৬ উইকেটে জিতে মাঠ ছাড়ে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন শান্ত।ম্যাচ শেষে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়ে নাজমুল হোসেন শান্ত বলেন তৌহিদ সত্যিই ভালো ব্যাটিং করেছে।





আমি শুধু বল দেখেছি এবং ক্রিকেটিং শট খেলেছি। আমি ওই দুই উইকেট নিয়ে ভাবিনি।সব বোলার যেভাবে বোলিং করেছে, তা অসাধারণ ছিল, বিশেষ করে হাসান ও তাসকিন। আমাকে স্বাভাবিকভাবে ব্যাট করতে হয়েছে। রনি ও লিটনের শুরুটা ভালো, অন্য ব্যাটারদের সাহায্য করেছিল।