ইনিংসের চতুর্থ ওভারে সৈয়দ খালেদ আহমেদের বলটি ছিল গুড লেন্থের। ক্রিস গেইল চেয়েছিলেন ডিফেন্ড করতে। ব্যাট বাড়িয়ে দিলেও অদ্ভুতভাবে তিনি বলের লাইন মিস করেন। বল গিয়ে লাগে অফ স্টাম্পে।
৯ বলে ৪ রান করে ফিরলেন গেইল। একটা বাউন্ডারি থেকে এসেছে সেই রান। এর মাধ্যমে ১৮ রানে দুই বড় তারকাকে হারাল ফরচুন বরিশাল। দুটি শিকারই ধরেছেন সৈয়দ খালেদ আহমেদ।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেওয়া বরিশালের হয়ে ওপেনিংয়ে নামেন দুই ক্যারিবিয়ান সুপারস্টার ক্রিস গেইল আর ডোয়াইন ব্র্যাভো। মেহেদি হাসানের করা প্রথম ওভারে মাত্র ১ রান নিতে পেরেছন ক্রিস গেইল! পরের ওভারে খালেদ আহমেদকে পরপর দুই বাউন্ডারি মেরে মুশফিকের দারুণ ক্যাচে পরিণত হন ব্র্যাভো (৯)।
উল্লেখ্য, আজকের ম্যাচে বরিশালের একাদশে এসেছে একটি পরিবর্তন। জ্যাকব লিনটটের জায়গায় একাদশে ফিরেছেন ডোয়াইন ব্রাভো। একটি পরিবর্তন এসেছে খুলনার একাদশেও। পেসার শরীফউল্লাহর পরিবর্তে এই ম্যাচে খেলবেন সৈয়দ খালেদ আহমেদ। পয়েন্ট টেবিলে অবস্থার উন্নতি ঘটাতে এই ম্যাচে জয়ের জন্য দুই দলই মুখিয়ে থাকবে।