




তবে এবার পাপনের বলা সেই ব্যাপারে মুখ খুলেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ও দেশ সেরা ওপেনার তামিম। এই অধিনায়ক জাতীয় দলে কোনো গ্রুপিং দেখছেন না বলে





সাফ জানিয়েছেন। একইসঙ্গে সাকিবের সঙ্গে তার সম্পর্ক নিয়েও মুখ খুলেছেন তামিম। সাকিবের সঙ্গে সম্পর্ক নিয়ে তামিম বলেন, ‘আমার কাছে মনে হয় সবচেয় গুরুত্বপূর্ণ জিনিস হলো আমি,





সাকিব যখন বাংলাদেশ দলের জার্সি পড়ি, মাঠে যখন আমি নামি আমি আমার সেরাটা দেই, সে তার সেরাটা দেয়। আমি যখন অধিনায়কত্ব করি তখন যেকোনো পরামর্শ চাই। সে আমাকে





পরামর্শ দেয়। আবার সে যখন অধিনায়কত্ব করে তখন তার কোনো পরামর্শের প্রয়োজন হলে আমি সেটার জন্য প্রস্তুত থাকি। এর বাইরে কিছু নেই।’ ‘আমার কাছে মনে হয় এই জিনিসগুলো





যদি ঠিক থাকে… আমি একটা সংস্করণের অধিনায়ক, যখনই আমার সহায়তার প্রয়াজন হয় সে করে। আমি আপনাকে এটা নিশ্চিত করছি সে যখন অধিনায়কত্ব করে এবং আমি টেস্ট খেলি





কোনো পরামর্শের প্রয়োজন হলে আমি সবসময় আছি। এটাই গুরুত্বপূর্ণ জিনিস। এর বাইরে কিছু নেই।’