দ্বিতীয় টি-২০ ম্যাচের জাল টিকিট নিয়ে ঘটলো অবিশ্বাস্য এক ঘটনা

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইংল্যান্ড ক্রিকেট দল এখন বাংলাদেশের। ইতিমধ্যেই শেষ হয়ে গেছে ওয়ানডে সিরিজ ও টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সফরকারী

ইংল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে কোন সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আজ ১২ মার্চ বিকাল তিনটায় মাঠে নেমেছে স্বাগতিক বাংলাদেশ।

বাংলাদেশ-ইংল্যান্ডের এই ম্যাচের জাল টিকিট পাওয়া গেছে৷ ইংলিশ বাহিনির বিপক্ষে প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে তাই দর্শকের উপচে পড়া ভিড় দেখা দিয়েছে৷ এরই মধ্যে একটি চক্র টিকিট জাল করে মাঠে

প্রবেশের চেষ্টা করছে।আজ ১২ মার্চ রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গেটে জাল টিকিট জব্দ করা হয়। তবে হতাশার বিষয় হল যার কাছ থেকে টিকিটটি পাওয়া গেছে, তাকে আটক করা যায়নি। দ্রুতই পালিয়ে যায় সে। নিরাপত্তাকর্মীদের

সঙ্গে আলাপ করে জানা যায়, একটি টিকিট জব্দ করা গেলেও ওই ব্যক্তিকে আটক করা যায়নি।আজ রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গেটে জাল টিকিট জব্দ করা হয়। তবে যার কাছ থেকে টিকিটটি পাওয়া গেছে, তাকে আটক করা

যায়নি। দ্রুতই পালিয়ে যায় সে। নিরাপত্তাকর্মীদের সঙ্গে আলাপ করে জানা যায়, একটি টিকিট জব্দ করা গেলেও ওই ব্যক্তিকে আটক করা যায়নি।এমন কিছু ঘটতে পারে ভেবেই আগেই সতর্ক ছিল নিরাপত্তাকর্মীরা। ফলে তাদের ফাঁকি দিয়ে প্রবেশ করতে পারেনি জাল টিকিটধারী দর্শকরা, এমনটাই জানিয়েছেন নিরাপত্তার দায়িত্বে থাকা একজন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *