




কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনা বিশ্বকাপের পর প্রথম ম্যাচটা নিজেদের মাঠে খেলতে চেয়েছিল। আর ফিফার কারণে সেই সুযোগটাও চলে আসে তাদের। মার্চ থেকেই আগামী





বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলো খেলার কথা ছিল ল্যাতিন আমেরিকার দলগুলোর। কিন্তু সেটা পিছিয়ে এখন সেপ্টেম্বরে নেওয়া হয়েছে। তাই মার্চে প্রীতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে আর্জেন্টিনা।





সেই সুযোগে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। একটি ম্যাচ হবে আগামী পানামার বিপক্ষে এবং অন্য ম্যাচটি হবে কুরাকাওয়ের বিপক্ষে। পানামার সঙ্গে





মোটামুটি সবাই পরিচিত হলেও কুরাকাওয়ের সঙ্গে পরিচিত মানুষ খুব একটা পাওয়া যাবে না। দক্ষিণ ক্যারিবিয়ান সাগর এবং ডাচ ক্যারিবিয়ান অঞ্চলের একটি দ্বিপ হচ্ছে কুরাকাও। এখানে আরও





কিছু দ্বিপ রয়েছে, এই দ্বিপগুলোকে ডাচ ক্যারিবিয়ান দেশ বলা হয়। এই দেশের জনসংখ্যা ১ লাখ ৫৮ হাজারের কিছু বেশি। দেশটির আয়তন ১৭১ বর্গ মাইল। এই কুরাকাওয়ের বিপক্ষে আর্জেন্টিনা





ম্যাচ খেলবে মার্চের ২৮ তারিখে। এর আগে পানামার বিপক্ষে ২৩ তারিখে খেলবে প্রথম ম্যাচটি যা অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার নিজেদের মাঠে।