





বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১৩তম ম্যাচে আজ সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারের ছয় উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করেছে ঢাকা






ডমিনেটর্স। টসে জিতে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ঢাকা ডমিনেটর্স। ০ রানে প্যাভিলিয়নে ফেরেন জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার। এরপর ১৭ রানে






দিলশান মুনাবিরা এবং শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন রবিন দাস। দলীয় ৫১ রানের মাথায় প্যাভিলিয়নে ফেলেন আরেক ওপেনার ওসমান গনি। জাতীয় দলের উইকেটকিপার ব্যাটসম্যান






মোঃ মিঠুন ফেরেন ১৫ রান করে। তবে এরপর কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন অধিনায়ক নাসির হোসেন এবং আরিফুল হক। ২০ রান করে আরিফুল হক আউট হলেও নাসির হোসেনের ৩৯ রানে






নির্ধারিত ২০ ওভারে ১২৮ রানের সংগ্রহ পায় ঢাকা ডমিনেটর্স। ঢাকা ডমিনেটর্স: নাসির হোসেন (অধিনায়ক), দিলশান মুনাবিরা, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ আরিফুল হক, উসমান গনি,






আরাফাত সানি, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, সালমান ইরশাদ, রবিন দাস। সিলেট স্ট্রাইকার্স: মাশরাফি বিন মর্তুজা(অধিনায়ক), মুশফিকুর রহিম, জাকির হাসান, মোহাম্মদ হারিস,






নাজমুল হোসেন শান্ত, আকবর আলী, থিসারা পেরেরা, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন।