টি-২০ন্টি সিরিজ হারলেও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের ঘুরে দাঁড়াল ওয়েস্ট ইন্ডিজ। শুরুটা করেছেজয় দিয়ে। সিরিজের প্রথম ওয়ানডেতে কিউইদের তারা হারিয়েছে ৫ উইকেটে। ৫০






ওভারের ম্যাচে ব্ল্যাকক্যাপসের বিপক্ষে যে জয়টা আবার এসেছে প্রায় সাড়ে আট বছর পর। সবশেষে ২০১৪ সালে তাদের হারিয়েছিল ক্যারিবীয়রা। ব্রিজটাউনে গতকাল ১৭ আগস্ট বুধবার রাতে






তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের দেয়া ১৯১ রান তাড়া করতে নেমে ৩৯ ওভার মোকাবিলায় ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে সর্বোচ্চ ৭৯ রানের






ইনিংস খেলেন শামারাহ ব্রুকস। তার ৯১ বলের ইনিংসে ৯ চারের সঙ্গে ছিল একটি ছক্কার মার। এ ছাড়া ৪৭ বল মোকাবিলায় ২৮ রান করেন অধিনায়ক নিকোলাস পুরান। ২৪ বল মোকাবিলায় ২৬






রান আসে শাই হোপের ব্যাট থেকে। নিউজিল্যান্ডের হয়ে দুটি করে উইকেট শিকার করেন ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি। একটি উইকেট নিজের করে নেন মিচেল স্যান্টার। এর আগে টস হেরে প্রথমে






ব্যাট করতে নেমে ৪৫.২ ওভারে সব কটি উইকেট হারিয়ে কিউইদের ইনিংস থামে ১৯০ রানে। ক্যারিবীয় বোলারদের তোপে এদিন ব্যাট হাতে ইনিংস বড় করতে পারেননি কেইন উইলিয়ামসনরা।






দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রানের ইনিংস খেলেন উইলিয়ামসন। ৩১ রান আসে মাইকেল ব্রাসওয়েলের ব্যাট থেকে। ফিন অ্যালেন ও স্যান্টার খেলেন সমান ২৫ রানের ইনিংস। ক্যারিবীয়দের পক্ষে তিনটি
করে উইকেট শিকার করেন আকিল হোসেন ও আলজারি জোসেফ। জ্যাসন হোল্ডারের শিকার দুটি আর একটি করে উইকেট তুলে নেন কেভিন সিনক্লেয়ার ও ইয়ানি ক্যারিয়াহ। টানা তিন সিরিজে
হোয়াইটওয়াশের পর ওয়ানডেতে প্রথম জয়ের দেখা পেল নিকোলাস পুরানের দল। এর আগে তারা পাকিস্তান, বাংলাদেশ ও ভারতের বিপক্ষে হেরেছে টানা নয় ম্যাচে। এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে
সাড়ে আট বছর পর ওয়ানডেতে জয়ের দেখা পেল ওয়েস্ট ইন্ডিজ। এর আগে ২০১৪ সালে সবশেষ কিউইদের ৫০ ওভারের ম্যাচে হারিয়েছিল ক্যারিবীয়রা। মাঝে অবশ্য দুই দল খুব বেশি
ম্যাচে মুখোমুখিও হয়নি। ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপের লড়াইয়ের মাঝে তারা তিন ম্যাচের একটি সিরিজে মুখোমুখি হয়েছিল। যার সব কটিতে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ।