চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হল মেহেদী মিরাজকে। কিন্তু হঠাৎ কী এমন হল যে মিরাজকে অধিনায়কত্ব থেকেই সরিয়ে দেয়া হল। অবাক করা বিষয় হল, শুধু অধিনায়কত্বই নয় পারফরম্যান্স খারাপ হলেই দল থেকেও বাদ পড়তে
পারেন মিরাজ।সিলেট সানরাইজার্সের বিপক্ষে টসের সময় নতুন অধিনায়ক নাঈম ইসলাম বলেন, ‘মিরাজ নিজের খেলায় মনোযোগ দিতে চায়। এ কারণে সে অধিনায়কত্ব করছে না’মিরাজের অধিনায়কত্ব পরিবর্তনের ধাক্কা কাটতে না কাটতেই
জানা যায় পরিবর্তন হয়েছে কোচের। চলে গেছেন প্রধান কোচ পল নিক্সন। তার জায়গায় এখন কোচের দায়িত্ব পালন করবেন পেস বোলিং কোচ শন টেইট। তাতে গুঞ্জন বাড়ে আরও।কোচ-অধিনায়কের পরিবর্তন নিয়ে চলছে বিস্তর আলোচনা। এ
প্রসঙ্গে জানতে চাইলে চট্টগ্রামের চিফ অপারেটিং অফিসার ইয়াসির আলম বললেন, ‘চট্টগ্রামের অধিনায়কের দায়িত্ব পালন করবেন নাঈম ইসলাম। আর প্রধান কোচের দায়িত্ব পালন করবেন শন টেইট।’আর এ পরিবর্তনের কারণ জানতে চাইলে চিফ
অপারেটিং অফিসার আরও বলেন, ‘নিক্সন তার কাউন্টি দল লেস্টারশায়ারে ফিরে গেছেন। তাই প্রধান কোচের দায়িত্ব পালন করবেন পেস বোলিং কোচ শন টেইট। মিরাজের জায়গায় নাঈমকে অধিনায়ক করার পরামর্শ দিয়ে গিয়েছিলেন তিনি। সেই
অনুযায়ী এখন থেকে দলকে নেতৃত্ব দেবেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।’মিরাজকে নিয়ে নিক্সন জানিয়ে গেছেন, মিরাজ নিজের পারফরম্যান্সের পাশাপাশি অধিনায়কত্বের চাপটা নিতে পারছে না। তাই মিরাজকে সরিয়ে নতুন কাউকে দায়িত্ব দেয়ার কথা বলে যান।