বলতেন আমি এক না একদিন দেশের হয়ে খেলবোই,, আবেশ খান । সদ্য দেশের হয়ে ওয়ানডে ক্রিকেট খেলার সুযোগ পেয়েছিলেন আভেশ খান। তিনি যে এক না একদিন দেশের হয়ে খেলবেন’ই সেই বিষয়ে আগাধ আস্থা ছিলো তার আইপিএল দল দিল্লি ক্যাপিটলসের কোচ রিকি পন্টিংয়ের।
গত চার বছর আভেশের পাশে থেকেছেন রিকি, জুগিয়েছেন মানসিক শক্তি। ২০১৭ সালে আভেশের আইপিএল অভিষেক হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে। ২০১৮ সালে তিনি যোগ দেন দিল্লি ক্যাপিটলসে। প্রথম মরশুমে ছয়টা ম্যাচ খেলার সুযোগ পেলেও, এরপরের দুই মরশুমে আর একটি করে ম্যাচ খেলার সুযোগ পান তিনি।তবে চিত্রের পরিবর্তন ঘটে ২০২১ সালের আইপিএলে। গতবছর ফ্রাঞ্চাইজি’র হয়ে প্রতিটা ম্যাচেই খেলেছিলেন তিনি।
টুর্নামেন্টের দ্বিতীয় সর্বাধিক উইকেট সংগ্রাহক হন তিনি, নেন ২৪ টা উইকেট।সদ্য বোরিয়া মজুমদার’কে দেওয়া একটি সাক্ষাৎকারে আভেশ জানান, “প্রথম ম্যাচে খেলতে নামার আগে রিকি পন্টিং আমার কাঁধে হাত রেখে বলেছিলো, ‘এটা তোমার সময়, এবার তুমি নিজেকে প্রমাণ করো, কারণ গত ৪ বছর ধরে এই দলের সাথে আছো তুমি।’ উনি (রিকি) সব সময় আমার পাশে থেকেছেন।…আমায় সব সময় অনুপ্রাণিত করেছে, তার বিশ্বাস ছিলো আমি এক না একদিন দেশের হয়ে খেলবোই।”
এদিন আভেশ আরও বলেন, “সব সময় উনি (রিকি) আমাকে সুযোগের জন্য তৈরি থাকতে বলতেন। কারম আমি সেই ১২-১৩ জন সম্ভাবনা ময় ক্রিকেটার’দের মধ্যে থাকতাম যারা প্রথম একাদশে সুযোগ করে নিতে পারতাম না। কিন্তু গতবছর প্রতিটা ম্যাচেই খেলেছি।” গত নিউজিল্যান্ডের বিপক্ষে টি ২০ সিরিজে ভারতীয় স্কোয়াডে থাকলেও একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি আভেশ।
এবার আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে এবং টি ২০ সিরিজের স্কোয়াডে সুযোগ করে নিয়েছেন তিনি। আগামী ৬ ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এই সিরিজ।