





বিশ্বকাপের প্রথম ম্যা’চে জয় তুলে নিয়ে নিজেদের অস্তিত্ব জানান দিয়েছে ফেভারিট ব্রাজিল। তবে প্রথম ম্যাচে জয় তুলে নেওয়ার পরেও স্বস্তিতে নেই ব্রাজিল দল।দলের সবচেয়ে বড় তারকা






নেইমারকে নিয়ে বড় ধরনের চিন্তিত সেলেসাওরা। টিওয়াইসি স্পোর্টসসহ একাধিক সংবাদমা’ধ্যম জানাচ্ছে, পুরো গ্রুপ পর্বে পাওয়া যাবে না নেইমারকে।অর্থাৎ ব্রাজিল নক’আউটে গেলেই শুধু






মাঠে নামতে পারবেন তিনি। নেইমারের ইনজুরিতে খারাপ লেগেছে বাংলাদে’শের ক্রিকেটার রুবেল হোসেনের। আজ শনিবার (২৬ নভেম্বর) ফেসবুকে এক পোস্টে তিনি বলেন,“আমি ছোটবেলা






থেকেই ব্রাজিল টিমের সাপোর্টার। সত্যি নেইমারের জন্য খারাপ লাগছে। আমি কখনোই চাই না, শুধু নেইমার নয় যেকোনো ফুটবলার বিশ্বকাপের মতো এত বড় আসর থেকে ইনজুরির কারণে






ছিটকে যাক।” নেইমারের প্রশংসা করে তিনি আরো লেখেন, “তুমি না থাকলে বিশ্বকাপের সৌন্দর্য থাকে না। নেইমার অনন্য এক ফুটবল প্রতিভার নাম।”সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জেতা






ম্যাচে চোট পান নেইমার। ম্যাচের ৭৯তম মিনিটেই মাঠ ছেড়ে যেতে হয় তাঁকে। সার্বিয়ান ফুলব্যাক মিলেনকোভিচের কড়া ট্যাকলে নেইমারের ডান পায়ের গোড়ালি মচকে যায়। এর প্রায় ১২ মিনিট






পর নেইমারকে তুলে নেন ব্রাজিল কোচ তিতে।