পেনাল্টি শট নেওয়া ইস্যুতে পিএসজির দুই তারকা নেইমার এবং এমবাপ্পের মাঝে ঝামেলার শুরু হয়েছিল। সেই ঝামেলা এবার থামানোর উদ্যোগ নিয়েছেন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের।






তিনি নাকি এমবাপ্পে আর নেইমারের সঙ্গে আলোচনায় বসেছিলেন। সেই আলোচনা শেষে তিনি সিদ্ধান্ত দিয়েছেন যে, কোনো ম্যাচে প্রথম পেনাল্টি শট নেবেন এমবাপ্পে।দ্বিতীয়টি নেবেন নেইমার।






ক্লাব কর্তৃপক্ষ নেইমার এবং এমবাপ্পের মাঝে ঝগড়া দ্রুত সমাধানের উপায় খুঁজছিল। কারণ, বিষয়টা এখন জানাজানি হয়ে গেছে। পিএসজিতে এমবাপ্পে কার্যত একা হয়ে পড়েছেন। কারণ চুক্তি






নবায়নের সময় পিএসজি তাকে সবার ওপর ছড়ি ঘোরানোর ক্ষমতা দিয়েছিল। যা তার সতীর্থদের পছন্দ হওয়ার কথা নয়। কারণ দলে মেসি, নেইমার, রামোসদের মতো সিনিয়রেরা আছেন।