চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ১২তম ম্যাচে মুখোমুখি হয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট সানরাইজার্স। এই ম্যাচে টসের সময় একটি পরিবর্তন লক্ষ্য করা যায়। চট্টগ্রামের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের পরিবর্তে টস করতে আসেন নাঈম ইসলাম।
পরে জানা যায়, মিরাজকে সরিয়ে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে নাঈমকে। দলের আকস্মিক এই সিদ্ধান্তে ক্ষুব্ধ মিরাজ। কারণ তার নেতৃত্বে জয়ের ধারায় ছিল চট্টগ্রাম। পাঁচ ম্যাচে ৩ জয়ে পয়েন্ট টেবলের শীর্ষে অবস্থান করছে চট্টগ্রাম। মিরাজের নেতৃত্বে চার ম্যাচের দুইটিতে জয় পায় দলটি।
এদিকে হুট করে কেন অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো এ বিষয়টি স্পষ্ট নয় মিরাজের কাছে। খেলা শুরুর আগে দুপুরে মিরাজকে ডেকে দলের ম্যানেজার ফাহিম মুনতাসির জানান, দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের কারণে তিনি অধিনায়কত্ব করতে পারবেন না। দলের এমন সিদ্ধান্তে বিব্রত মিরাজ। দল ছেড়ে মিরাজ আজ ঢাকায় ফিরে আসতে পারেন বলে তার ঘনিষ্ট এক সূত্র জানিয়েছে। চট্টগ্রামের প্রধান কোচ পল নিক্সনের সিদ্ধান্তে অধিনায়ক পরিবর্তন করা হয়েছে বলে জানান দলটির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ইয়াসির আলম।
চট্টগ্রামের প্রধান কোচের দায়িত্ব ছাড়ার আগে অধিনায়ক পরিবর্তন করে গেছেন তিনি। কাউন্টি দল লেস্টারশায়ারের দায়িত্ব পালন করতে মাঝপথেই চট্টগ্রামের দায়িত্ব ছেড়েছেন নিক্সন।