




ব্রাজিলিয়ান ফুটবলার নেইমারের যোগ্যতা নিয়ে কারও কোন সন্দেহ নেই। বিশ্বের অন্যতম সেরা ফুটবলার তিনি। স্বাভাবিক ভাবেই তিনি যখন মাঠে থাকেন তখন পিএসজি আরও শক্তিশালী





থাকে। কিন্তু অবাক করা বিষয় হল, এই নেইমার মাঠে না থাকলেই যেন পিএসজি ভালো খেলে। বিশেষ করে লিওনেল মেসি আসার পর পরিসংখ্যানটা এমনই। নেইমার মাঠে ছিল না, কিন্তু মেসি





ও এমবাপ্পে মাঠে ছিল, এমন ম্যাচগুলোতেই পিএসজিকে বেশি সাচ্ছন্দে খেলতে দেখা গেছে। এমবাপ্পে এবং মেসির জুটিটাই যেন সবচেয়ে বেশি জমে। মেসি পিএসজিতে আসার পর, যখন





নেইমার মাঠে ছিল না, এমন ২৮টি ম্যাচের মধ্যে পিএসজির জয় এসেছে ২২টিতে। জয়ের হার যেখানে ৭৮.২২ শতাংশ। নেইমার জুনিয়রের আগামী সামারে পিএসজি ছাড়ার সম্ভাবনা রয়েছে।





এখনও পর্যন্ত তাকে কিনতে সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছে ইংলিশ জায়ান্ট চেলসি।