পাকিস্তানের অধিনায়ক বাবর আজম আইসিসি’র ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ে এক নম্বরে রয়েছেন। ব্যাট হাতে টেস্ট ফরম্যাটেও সময়টা দারুণ কাটাচ্ছেন বাবর। এবার পেলেন দেশের সর্বোচ্চ






নাগরিক সম্মাননা। পাকিস্তানের ৭৫তম স্বাধীনতা দিবসে দেশটির সর্বোচ্চ নাগরিক সম্মান পেয়েছেন অধিনায়ক বাবর আজম। তিনি মাত্র মাত্র ২৭ বছর বয়সে ‘সিতারা-ই-পাকিস্তান’ নামে বেসামরিক






তৃতীয় সর্বোচ্চ সম্মানে ভূষিত হয়েছেন। যা দেশটির ইতিহাসে সর্বকনিষ্ঠ কেউ পেলেন এই সম্মাননা। ১৪ অগস্ট দেশটির স্বাধীনতা দিবস। অবশ্য ঘোষণা হলেও এই সম্মাননা তাকে দেয়া হবে আগামী






বছর। বলা হয়েছে আগামী বছর ২৩ মার্চ ইসলামাবাদের একটি অনুষ্ঠানে পাকিস্তানের রাষ্ট্রপতি তুলে দেবেন বাবরের হাত এই পুরষ্কার। শুধু বাবর নন, এই সম্মাননা পেয়েছেন দেশটির নারী জাতীয় ক্রিকেট






দলের সফল অধিনায়ক বিসমাহ মারুফ। তিনি পেয়েছেন ‘তমঘা-ই-পাকিস্তান’। এছাড়াও দেশের দৃষ্টিহীন ক্রিকেটার মাসুদ জানকে দেওয়া হচ্ছে ‘প্রাইড অফ পারফরম্যান্স’ পুরষ্কার। তিন ক্রিকেটারের






সম্মাননায় অভিভূত পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের পক্ষ থেকে এই তিন ক্রিকেটারকে অভিনন্দন জানিয়ে টুইটে জানানো হয়, ‘(অন্ধ ক্রিকেটার) মাসুদ জান, পাকিস্তান পুরুষ
জাতীয় দলের অধিনায়ক বাবর আজম এবং পাকিস্তান নারী জাতীয় দলের অধিনায়ক বিসমাহ মারুফকে ৭৫তম স্বাধীনতা দিবসে বেসামরিক পুরস্কারে ভূষিত করায় তাদের অভিনন্দন জানাচ্ছে পিসিবি।’