শ্বাসরুদ্ধকর ম্যাচে আফগানিস্তানকে ১ উইকেটে হারিয়ে এবারের এশিয়া কাপের ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করল পাকিস্তান।আগে ব্যাট করে পাকিস্তানকে ১৩০ রানের মাঝারি লক্ষ্য ছুড়ে দেয় আফগানিস্তান। সেই লক্ষ্য ৪ বল হাতে রেখেই পেরিয়ে গেছে পাকিস্তান।






দুই ম্যাচ খেলে দুটিতেই জয় তুলে নিয়ে শ্রীলঙ্কাকে নিয়েই ফাইনালে গিয়েছে পাকিস্তান। এশিয়া কাপের দ্বিতীয় পর্বে বৃহস্পতিবার ভারতের মুখোমুখি হবে আফগানিস্তান। এই ম্যাচে যারা জয় পাবে তারা তিন ম্যাচে এক জয় নিয়ে টুর্নামেন্ট শেষ করবে।






দ্বিতীয় পর্বের শেষ ম্যাচে শুক্রবার শ্রীলঙ্কার প্রতিপক্ষ পাকিস্তান। এই ম্যাচে যারা জয় পাবে তারা পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে ফাইনালে খেলবে।যদিও এই ম্যাচের পারফরম্যান্স ফাইনালে খেলতে কোনো বাধা হবে না শ্রীলঙ্কা বা পাকিস্তানের