পাশাপাশি নেটে ব্যাট করলেন সাকিব-তামিম, কিন্তু হলো না কথা

এর আগেও তারা একসঙ্গে অনুশীলন করেছেন। ম্যাচে তো ব্যাটিংও করেছেন জুটি বেঁধে। কিন্তু সাকিব আল হাসান আর তামিম ইকবালের মধ্যকার ‘দ্বন্দ্ব’ নিয়ে এভাবে প্রকাশ্যে আলোচনা হয়নি। বিসিবি

সভাপতি নাজমুল হাসান পাপন মুখ খোলার পর এখন এই আলোচনা সব জায়গায়। সাকিব-তামিম ‘শত্রু’ হলে একসঙ্গে কীভাবে খেলবেন? খেলার মধ্যে বোঝাপড়াটা তো খুবই গুরুত্বপূর্ণ।যেহেতু

এমন একটা কথা ছড়িয়েছে। তাই ইংল্যান্ড সিরিজের আগে নেট প্র্যাকটিসে চোখ ছিল গণমাধ্যমকর্মীদেরও। সাকিব আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালেই দেশে ফিরেছেন। সেভাবে বিশ্রাম না

নিয়ে তিনি চলে এসেছেন অনুশীলনে।  মিরপুর শেরে বাংলার ইনডোরে প্র্যাকটিস করতে দেখা গেছে বিশ্বসেরা অলরাউন্ডারকে। মজার ব্যাপার হলো, যাদের নিয়ে আলোচনা, সেই সাকিব-তামিম

পাশাপাশি নেটেই ব্যাটিং প্র্যাকটিস করেছেন। মিরপুর ইনডোরের খোলা আকাশের নিচে ন্যাচারাল টার্ফে নেট প্র্যাকটিস করেন বাংলাদেশ দলের এই দুই তারকা। কিন্তু তাদের কেউ কথা বলতে

দেখেননি। বিজ্ঞাপন চার পাণ্ডব সাকিব, তামিম, মাহমুদউল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিম নেটে ব্যাটিং ঝালিয়ে নিয়েছেন। ডানদিক থেকে ধরলে এক আর দুই নম্বর উইকেটে প্র্যাকটিস করেছেন

সাকিব আর তামিম। মাহমুদউল্লাহ আর মুশফিক তিন আর চার নম্বর উইকেটে। আধা ঘণ্টার ওপর ব্যাটিং করেছেন সাকিব-তামিম। এরপর তামিম বিশ্রামে গেলেও সাকিব সরাসরি চলে আসেন

চার নম্বর উইকেটে। কোনো বিরতি না দিয়ে ফের প্র্যাকটিস শুরু করেন। সাকিবের অন্ততপক্ষে ৫-৭ মিনিট আগে দুই নম্বর উইকেট ছেড়ে চলে যান তামিম। সাকিব তখনও এক নম্বরে ব্যাট

করছিলেন। তামিম গিয়ে কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে অনেকটা সময় কথা বলেন। সাকিব সেদিকে না গিয়ে সরাসরি চলে যান পরের নেটে। এক নম্বর উইকেটে সাকিব পেস আর স্পিনে

আধা ঘণ্টা ব্যাটিং করেছেন। চার নম্বর উইকেটে আবার শুধু স্পিনের বিপক্ষে ব্যাটিং করেন এই তারকা অলরাউন্ডার। এখানে শুরু থেকেই বোলিং করছেন তাইজুল ইসলাম, মেহেদি হাসান

মিরাজ, রিশাদ হোসেন। রিশাদ দলে না থাকলেও নেট বোলার হিসেবে আছেন। কেননা প্র্যাকটিসে একজন লেগস্পিনার দরকার। বাঁহাতি তাইজুল, ডানহাতি মিরাজ আর লেগি রিশাদকে নিয়ে

অনেকটা সময় নেটে কাটিয়েছেন সাকিব। এরপর প্যাড খুলে নিজেই নেমে পড়েন বোলিংয়ে। অনেকটা সময় বল করেন সাকিব। এদিকে জানা গেছে, প্র্যাকটিস শেষে পুরো দলের সঙ্গে বসবেন

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সন্ধ্যা ৭টার দিকে সাকিব যাবেন একটি অনুষ্ঠানে। বসুন্ধরা কনভেশন সেন্টারে একটি মোবাইল ফোন কোম্পানির প্রচারণায় যোগ দেবেন বিশ্বসেরা অলরাউন্ডার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *