পিএসএল খেলার জন্য অনুমতিই চাননি লঙ্কান এই লেগ স্পিনার

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে খেলার কথা ছিল ওয়ানিন্দু হাসারাঙ্গার। তবে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ও ঘরোয়া ক্রিকেটের প্রতি দায়বদ্ধতার

কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন ডানহাতি এই লেগ স্পিনার। এমনকি পিএসএলে খেলার জন্য শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) কাছে অনাপত্তি পত্রই চাননি তিনি। মার্চে নিউজিল্যান্ড সফরে

যাওয়ার কথা রয়েছে শ্রীলঙ্কার। ৩ মার্চ পিএসএল ছাড়ার আগে কোয়েটার হয়ে ছয়টি ম্যাচ খেলার কথা ছিল হাসারাঙ্গার। তবে তার ফ্র্যাঞ্চাইজি কোয়েটা নিশ্চিত করেছে, টুর্নামেন্টের এবারের

আসরে দলের সঙ্গে যোগ দিচ্ছেন না লঙ্কান এই লেগ স্পিনার। মূলত ন্যাশনাল সুপার লিগের কারণে পিএসএল খেলতে যাচ্ছেন না হাসারাঙ্গা। পিএসএল খেলার জন্য হাসারাঙ্গা বোর্ডের কাছে

অনাপত্তি পত্র চাননি বলে নিশ্চিত করেছেন এসএলসির প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা। তিনি আরও জানিয়েছেন, ন্যাশনাল সুপার লিগের পর নিউজিল্যান্ড সফরে যাবেন এই স্পিনার।

এরপর আড়াই মাসের আইপিএল খেলতে যেতে হবে তাকে। কেন আইপিএল বাদ দিতে পারবেন না এই লেগ স্পিনার সেটাও নিশ্চিত করেছেন ডি সিলভা। এসএলসির প্রধান নির্বাহী জানান,

প্রচুর টাকার সঙ্গে সবশেষ আসরে হাসারাঙ্গাকে দেয়া পরিচিতির কারণেই সেখানে খেলবেন এই লেগ স্পিনার। হাসারাঙ্গাকে না পেয়ে আপাতত আফগানিস্তানের কাইস আহমেদকে

দলে টেনেছে কোয়েটা। যদিও পুরো আসরের জন্য কাইসকে দলে নেয়নি তারা। হাসারাঙ্গার বিকল্প ক্রিকেটার নেয়ার দরজা খোলা রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। পিএসএলে সময়টা ভালো যাচ্ছে না

কোয়েটার। সবশেষ আসরে শেষ ছয়টি ম্যাচ হারা কোয়েটা নিজেদের বাজে ফর্ম ধরে রেখে এবারের মৌসুমেও। তিন ম্যাচের দুটিতেই হেরেছে তারা। সবশেষ তিন আসরে সব ফ্র্যাঞ্চাইজিদের

মাঝে সবচেয়ে কম (১০টি) জয় পেয়েছে দলটি। এমনকি ২০২০ সালের পর প্লে অফেই খেলতে পারেনি কোয়েটা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *