




ফ্রেঞ্চ লিগ ওয়ানে গতরাতে নতের বিপক্ষে বড় জয় পেয়েছে জায়ান্ট পিএসজি। এই ম্যাচটিতে পিএসজি ৪-২ গোলের বিশাল ব্যবধানে জিতেছে। ম্যাচে ইতিহাস গড়েছেন কিলিয়ান এমবাপ্পে।
নিজেদের মাঠে অনুষ্ঠিত ম্যাচে পিএসজির এই





চারটি গোলের একটি করেছেন মেসি, একটি করেছেন এমবাপ্পে, একটি করেছেন পেরেইরা এবং অন্য গোলটি আসে আত্মঘাতী থেকে।ম্যাচের ১২ মিনিটেই লিওনেল মেসির গোল এগিয়ে দেয় পিএসজিকে। ১৭ মিনিটে আত্মঘাতী গোলে





ব্যবধান দ্বিগুন হয় তাদের। তবে ৩১ ও ৩৮ মিনিটে দুটি গোলই পরিশোধ করে খেলায় সমতা নিয়ে আসে নতে।বিরতির পর ম্যাচের ৬০ মিনিটে পেরেইরা গোল করে এগিয়ে দেন পিএসজিকে। আর ৯২ মিনিটে এমবাপ্পে গোল করে
পিএসজির জয় নিশ্চিত করেন।এই গোলের মাধ্যমে এমবাপ্পে পিএসজির হয়ে মোট ২০১টি গোল করার রেকর্ড করলেন। তিনি পেছনে ফেলেছেন এডিসন কাভানির ২০০ গোলের রেকর্ডকে।