




প্রথম লেগে ১-০ গোলে হেরেছিল পিএসজি। এখান থেকে ঘুরে দাঁড়িয়ে পরের রাউন্ডে যাওয়ার জন্য পিএসজিকে কঠিন একটি কাজই করতে হত। বায়ার্নের মাটিতে বায়ার্নকে ২ গোলের ব্যবধানে হারাতে হত।কিন্তু হয়েছে উল্টোটা। নিজেরা





দুই গোল করতে না পারলেও ঠিকই দুই গোল হজম করেছে। বায়ার্নের মাঠে আজকে তারা হজম করেছে জোড়া গোল। ফলে দুই লেগ মিলিয়ে ৩-০ গোলে পরাজিত হয়ে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিল পিএসজি।পিএসজি ও বায়ার্নের





মধ্যকার এই ম্যাচে বায়ার্নের দুটি গোলই এসেছে বিরতির পর। ম্যাচের ৬১ মিনিটে পিএসজির সাবেক প্লেয়ার চোপো মটিং গোল করে প্রথম লিড এনে দেয় বায়ার্নকে।এমনিতেই প্রথম লেগে ১-০ গোলের হার, তার উপর মটিংয়ের গোল





পিএসজির কাজটি আরও কঠিন দেয়। আর এই কঠিন কাজের লক্ষ্যে যখন পিএসজি ছুটছিল, তখনই গ্যানাব্রে গোল করে পিএসজিকে একেবারেই ছিটকে দেন ম্যাচ থেকে।গ্যানাব্রে গোলটি করেন ম্যাচের ৮৯ মিনিটে। তখন আর পিএসজির কামব্যাক করার কোন সুযোগই ছিল না। আর সেটা করতেও পারেনি তারা। ফলে ম্যাচে হেরে মাঠ ছাড়ে পিএসজি।