





বহুল কাঙ্খিত মেসি নেইমার রোনালদো এমবাপ্পের মুখোমুখি লড়াইয়ের ম্যাচটি শেষ হয়েছে। ভক্তদের হতাশ হতে হয়নি। এই ম্যাচে বড় তারকারা সবাই গোল করেছেন। শুধু নেইমার ব্যতিত।






পিএসজি এবং সৌদি অলস্টার একাদশের মধ্যকার আজকের আকর্ষনীয় ম্যাচে পিএসজি জয় পেয়েছে ৫-৪ গোলে। ভক্তরা বেশ ভালোই উপভোগ করেছে ম্যাচটি। ম্যাচে জোড়া গোল






করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। একটি করে গোল করেছেন মেসি, এমবাপ্পে, মার্কুইনহোস, রামোস। তবে পেনাল্টি মিস করেছেন নেইমার। ম্যাচের শুরুতেই গোল করেছিলেন লিওনেল মেসি।






নেইমার জুনিয়রের পাস থেকে গোলটি করেছিলেন তিনি। তবে এরপরই ক্রিশ্চিয়ানো রোনালদো পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান। পিএসজির এরপর পুনরায় এগিয়ে যায়






মার্কুইনহোসের গোলে। সেই লিড আরও বাড়তে পারত তাদের। কিন্তু নেইমার জুনিয়র পেনাল্টি মিস করেন। নেইমার জুনিয়রের পেনাল্টির দৃশ্য অনেকটাই পরিচিত। তিনি পেনাল্টি শট






নিচ্ছেন, গোলকিপার একদিকে লাফ দিচ্ছে, আর বল অন্য দিক দিয়ে যাচ্ছে, গোলকিপার চেয়ে চেয়ে দেখছে। সাধারণত এই দৃশ্য পরিচিত হলেও এবার ঘটেছে অন্যরকম। সৌদি অলস্টার






একাদশের বিপক্ষে পেনাল্টি মিস করেছেন নেইমার। তার পেনাল্টি আটকে দিয়েছে সৌদি অলস্টার একাদশের গোলকিপার। নেইমারের পেনাল্টি মিসের পর পর্টি গোল করে সৌদি অলস্টারকে






সমতায় ফেরান ক্রিশ্চিয়ানো রোনালদো। খেলার বিরতি পর্যন্ত ২-২ গোলে সমতা বিরাজ করছে ম্যাচে। বিরতির পর রামোস গোল করে ব্যবধান করেন ৩-২। কিন্তু এই গোলটিও পরিশোধ করে






খেলায় ৩-৩ গোলে সমতা নিয়ে আসে অলস্টার। তবে এরপর এমবাপ্পে পেনাল্টি থেকে গোল করে পিএসজিকে ৪-৩ গোলে এগিয়ে দেন। আর পিএসজির হয়ে পঞ্চম গোলটি করে জয় নিশ্চিত






করেন একিটিকে। তবে ম্যাচ শেষের আগে আরও একটি গোল করে সৌদি অলস্টার একাদশ।