





দুই দল মুখোমুখি হওয়ার আগে বারবার উঠে এসেছিল ২০১০ বিশ্বকাপ প্রসঙ্গ। যেখানে কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে ঘানার নিশ্চিত গোল হাত দিয়ে আটকে দিয়েছিলেন






উরুগুয়ের লুইস সুয়ারেজ। পরে পেনাল্টি পেলেও সেটি কাজে লাগাতে পারেননি আসমোয়াহ জিয়ান, শেষ পর্যন্ত বিদায় নেয় তারা। শুক্রবার আল ওয়াকরাহ স্টেডিয়ামে দুঃসহ সেই স্মৃ’তির






শোধ নেয়ার সুবর্ণ সুযোগ ছিল ঘানার সামনে। কোনোরকমে ড্র করলেও দ্বিতীয় রাউন্ডে উঠে যেত দলটি, অন্যদিকে বিদায় নিতো উরুগুয়ে। তবে ম্যাচে শেষ হাসি হেসেছে লাতিন আমেরিকার






জায়ান্টরা’ই। কাতার বিশ্বকাপে এইচ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে উরুগুয়ের কাছে ২-০ গোলে হেরেছে ঘানা। এই হারে বিদায় নিয়েছে আফ্রিকা’র দেশটি। অন্যদিকে জিতেও গোল গড়ে পিছিয়ে






থেকে বিদায় নিয়েছে লুইস সুয়ারেজে’র দল। প্রথমার্ধেই ২ গোলে এগিয়ে যায় উরুগুইয়ানরা। ম্যাচের ২৬ ও ৩২ মিনিটে গোল করেন জর্জিয়ান।