প্রথমবার জানতাম না… এবার জানি বাংলাদেশ ক্রিকেট কীভাবে কাজ করে। এখন আমি অনেক অভিজ্ঞ : দ্বিতীয় মেয়াদে হাথুরুসিংহ

দ্বিতীয়বারের মতো বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব নিতে গত সোমবার ঢাকায় এসেছেন হাথুরুসিংহে। আগামী দুই বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্বে

থাকবেন হাথুরু। তার হাতেই থাকবে তিন ফরম্যাটের দায়িত্ব। এরইমধ্যে দলের সঙ্গে প্রাথমিক দেখা-সাক্ষাৎ পর্ব শেষ করেছেন তিনি। দ্বিতীয় মেয়াদে প্রথমবারের মতো আজ সাংবাদিকদের

মুখোমুখি হয়েছিলেন প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে। যেখানে গত বছর দায়িত্ব ছাড়ার অন্যতম প্রধান কারণ ছিল সিনিয়র ক্রিকেটারদের সাথে তার মনোমালিন্য। তবে আজ সেটিকে উড়িয়ে

দিয়েছেন চান্দিকা। আজ সংবাদ সম্মেলনে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক ঠিক রাখা চ্যালেঞ্জ কি না এমন প্রশ্নে তিনি বলেন, “নাহ, একদমই না। আমি ইতোমধ্যেই সব সিনিয়রের সঙ্গে

কথা বলেছি। আমার মনে হয় সবার ফোকাস একটা ব্যাপারেই, দল এক নম্বরে রাখা”। “সবাই চায় দল ভালো করুক। এমনকি শেষবারও কোনো খেলোয়াড়ের সঙ্গে কোনো চ্যালেঞ্জ ছিল

না আমার। চ্যালেঞ্জ ছিল দলের সবার নজর দল ভালো করায় রাখা। তো আমার মনে হয় না এটা চ্যালেঞ্জ হবে।” ২০১৪ সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মাধ্যমেই ক্রিকেট বিশ্বের জনপ্রিয়

হয়ে ওঠেন চান্দিকা হাথুরুসিংহে। আর ২০১৪ সালের থেকে এখন আরো অনেক বেশি পরিণত হয়েছেন বলে জানিয়েছেন চান্দিকা। এ সময় তিনি আমাকে বলেন, “যখন এই চাকরি নেওয়ার

ব্যাপারে ভেবেছি, বড় চিত্র দেখেছি। শেষবার যখন বাংলাদেশে এসেছিলাম, তখন অনেকের সঙ্গে নিজেকেও দেখাতে হতো আন্তর্জাতিক পর্যায়ে পারবো। জানতাম না কোথায় এসেছি। এবার জানি

বাংলাদেশের ক্রিকেট কীভাবে কাজ করে, এখন আমি নিজের ব্যাপারেও জানি। এখন অনেক বেশি অভিজ্ঞও।” ২০১৪ সালে প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব নেন

হাথুরুসিংহ। ২০১৭ সালে চুক্তির মাঝপথে দক্ষিণ আফ্রিকা সফর থেকেই বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব ছেড়ে চলে গিয়েছিলেন তিনি। তার অধীনে বিশ্বকাপের কোয়ার্টার, চ্যাম্পিয়ন্স

ট্রফির সেমিফাইনালসহ বেশ ভালো সাফল্য পেয়েছিল বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *