দীর্ঘদিন পর রোডসকে নিয়ে আলোচনার বড় কারণ, আবার দেশের ক্রিকেটে ফিরেছেন তিনি। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরামর্শক হয়েছেন। দুই বছরেরও বেশি সময় হয়েছে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে নেই তিনি। তবে দলের খোঁজখবর বেশ ভালো রেখেছেন।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপিএলে জিতেছে দুটি শিরোপা। দুবারই দলের প্রধান কোচ ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। এবারও সালাউদ্দিনের ওপরই আস্থা রেখেছে দলটি। যদিও পরামর্শক হিসেবে উড়িয়ে আনা হয়েছে বাংলাদেশের সাবেক কোচ স্টিভ রোডসকে।
কুমিল্লা এবার তাই পাচ্ছে দুইজন হেভিওয়েট কোচকে। সালাউদ্দিন থাকা অবস্থায় রোডসের ভূমিকা কী হবে, এ নিয়ে অনেকের মনেই প্রশ্ন ছিল। অবশেষে রোডস নিজেই সেই প্রশ্নের উত্তর পরিস্কার করলেন।
রোডস জানালেন, সালাউদ্দিন ও খেলোয়াড়দের সহায়তা করার জন্যই তিনি কুমিল্লার সাথে যুক্ত হয়েছেন। নিজের অভিজ্ঞতা ভাগাভাগির পাশাপাশি এখান থেকে শিখতেও চান এই ইংলিশ কোচ।
রোডস বলেন, ‘সালাউদ্দিন অনেক সফল একজন কোচ। শুধু বিপিএলে নয়, অনেক ক্রিকেটারের জন্যও সে দারুণ ভূমিকা রেখেছে। আশা করি প্রধান কোচ হিসেবেও তার সাফল্য অব্যাহত থাকবে। আমি এখানে সহায়তার জন্য এসেছি; শুধু খেলোয়াড় নয়, কোচদেরও সহায়তা করবো। আশা করি আমার অভিজ্ঞতা ও জ্ঞান কাজে লাগবে, আমিও এখান থেকে শিখব।’
সালাউদ্দিন ও রোডসকে নিয়ে কুমিল্লার ক্রিকেটাররা ইতোমধ্যে ২ দিন অনুশীলন করেছেন। সালাউদ্দিনের সাথে সময়টা ভালোই কাটছে, জানালেন রোডস।