আগামী মার্চের ফিফা উইন্ডোতে ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য ৫টি দেশের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে বাফুফে। দেশগুলো হচ্ছে- শ্রীলংকা, লাওস, ইন্দোনেশিয়া, মঙ্গোলিয়া ও কম্বোডিয়া। বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ সোমবার জানিয়েছেন, ‘আমরা কাজ করছি। আশা করি ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে আমরা চূড়ান্তভাবে জানাতে পারবো।’
খেলা কী দেশের মাটিতে হবে নাকি বাইরে গিয়ে খেলতে হবে? বাফুফে সাধারণ সম্পাদক বলেছেন, ‘প্রাথমিকভাবে আমরা যে আলোচনা করছি সেটা হলো দ্বি-পাক্ষিক। হয় আমরা দেশে খেলবো বা গিয়ে খেলবো। আবার যদি এমন হয় ত্রিদেশীয় কোন টুর্নামেন্টের সম্ভাবনা থাকে সেটাও আমরা বিবেচনায় আনবো। সে ক্ষেত্রে আমাদের দিক থেকে ইতিবাচক সিদ্ধান্তই থাকবে।’
জাতীয় দলে কোচ প্রস্তুত বাংলাদেশের। এখন বাফুফে চেষ্টা করছে নতুন কোচের অধীনে মার্চ উইন্ডোতে দুই জাতির বা তিন জাতির কোন সিরিজ খেলতে। এর আগে ইন্দোনেশিয়া যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু খেলোয়াড়দের করোনা টিকা সংক্রান্ত জটিলতায় সে সফর বাতিল করতে হয়। যে কারণে, নতুন স্প্যানিশ কোচের জামালদের ডাগআউটে দাঁড়ানোও বিলম্ব হলো।