ব্যক্তিগত কারণে পিএসএলের সপ্তম আসর থেকে সরে দাঁড়িয়েছেন পেশোয়ার জালমির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি।
অগত্যা দুই মৌসুম ধরে সহকারী কোচের দায়িত্ব পালন করা ইংল্যান্ডের জেমস ফস্টারকে নতুন প্রধান কোচ হিসেবে নিযুক্ত দিয়েছে জালমি। একই সাথে প্রোমোশন পেয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার হাশিম আমলাও।ড্যারেন স্যামি এবং জেমস ফস্টার (ছবিঃ পিএসএল)গেল
আসরে পেশোয়ার জালমির ‘মেন্টর’ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন হাশিম আমলা। তবে আসন্ন আসরে শোয়েব মালিক, কামরান আকমলদের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন সাবেক তারকা প্রোটিয়া ব্যাটার।
পাশাপাশি পেশোয়ার জালমির নতুন পরিচালক এবং বোলিং কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে পাকিস্তানের সাবেক বোলার মোহাম্মদ আকরামকে। কোচিং প্যানেলে রদবদলের বিষয়টি নিশ্চিত করেছেন ফ্যাঞ্জাইজিটির মালিক জাভেদ আফ্রিদি। প্রসঙ্গত এর আগে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন আসরে পেশোয়ার জালমির ‘প্রেসিডেন্ট’ হিসেবে নিযুক্ত করা হয়েছে কিংবদন্তি পাকিস্তানি ব্যাটার ইনজামাম-উল হককে।
উল্লেখ্য করাচিতে ২৭ জানুয়ারি করাচি কিংস এবং বর্তমান চ্যাম্পিয়ন মুলতান সুলতানন্সের ম্যাচ দিয়ে পর্দা উঠতে চলেছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম আসরের।
যেখানে টুর্নামেন্টের দ্বিতীয় দিন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের পিএসএল অভিযান শুরু করবে ২০১৭ সালের চ্যাম্পিয়ন এবং গেলবারের রানার্সআপ পেশোয়ার জালমি।