ফুটবল বিশ্বে নেমে এলো শো’কের ছায়া, হুট করে পৃথিবী ছেড়ে চলে গেলেন এই ..

না ফেরার দেশে চলে গেলেন ইংল্যান্ডের জনপ্রিয় ফুটবল ধারাভাষ্যকার জন মটসন। পুরো ফুটবল বিশ্বে তার জনপ্রিয়তা ব্যাপক। ইংল্যান্ডের জনপ্রিয় ফুটবল ধারাভাষ্যকার ৭৭ বছর বয়সে শেষ

নিঃশ্বাস ত্যাগ করেছেন । পরিবারের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি জানানো হয়। ইংলিশ এই ধারাভাষ্যকার গোটা বিশ্বে ফুটবলভক্তদের কাছে মটসন ‘মটি’ নামে

পরিচিত ছিলেন। এখন পর্যন্ত ১৯৬৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত ব্রিটেনের জাতীয় ব্রডকাস্টারের হয়ে ১০টি বিশ্বকাপ, ১০টি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং এফএ কাপের ২৯টি ফাইনাল ম্যাচে

বিবিসিতে ধারাভাষ্য দিয়েছেন মটসন। বিবিসি জানিয়েছে, টেলিভিশনে প্রায় ২ হাজার ৫০০টি ম্যাচে ধারাভাষ্যকারের কাজ করেছেন মটসন। ২০২১ সালে ক্রীড়া ব্রডকাস্টিংয়ে অবদানের জন্য ওবিই

(অর্ডার অফ দ্য ব্রিটিশ অ্যাম্পায়ার) খেতাব পান মটসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *