ফেসবুক লাইভে এসে নিজের সেই তথ্য ফাঁস করলেন মিরাজ

figure>

ক্রিকেট বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার আছে তাদের কথা সারা জীবন ক্রিকেট বাংলাদেশ মনে রখবে। তার মধ্যে মেহেদী হাসান মিরাজ অন্যতম। দেশের ক্রিকেট প্রথমে টেস্ট এরপর ওয়ানডে তে খুব দারুন কৃতী দেখায়। তবে বর্তমানে
figure>

দুর্দান্ত ফর্ম করে যাচ্ছে টি-২০ ক্রিকেটে।বর্তমানে দেশের টি-২০ দলেও গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন দেশের ক্রিকেটের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সদ্য শেষ হয়ায়া ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে একাদশে সুযোগ না
figure>

পেলেও পরবর্তী দুটি ম্যাচে সুযোগ পেয়ে নিজেকে উজাড় করে দিয়েছেন এই আত্রকা ক্রিকেটার মিরাজ।ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে করেন ক্যারিয়ার সেরা বোলিং। এই স্পিন অলরাউন্ডার মনে করেন, জাতীয় দলে এখন অনেক
figure>

ম্যাচ উইনার আছেন। যারা যেকোনো দিন যেকেনো ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন। আজ ১৫ মার্চ বুধবার সাংবাদিকদের সঙ্গে মিরাজ বলেন,“একটা জিনিস দেখেন, আমরা ফল নিয়ে চিন্তা করিনি প্রথম যখন খেলেছি। আমরা চেষ্টা করেছি
figure>

প্রক্রিয়ায় কিভাবে উন্নতি করা যায় সেটা নিয়ে। দিনশেষে ফলাফল আসবে। কিন্তু আমরা যদি প্রক্রিয়া অনুসরণ না করি, ফলাফল কখনো আসবে না”“আমরা মাঠে ওভাবে চেষ্টা করেছি। ব্যাটাররা রান করার জন্য, বোলাররা ভালো বোলিং
figure>

করার জন্য, ফিল্ডাররা সাহায্য করার জন্য। ওভারঅল টিম কম্বিনেশন ভালো ছিল, সবাই ভালো ক্রিকেট খেলেছে বলে জিতেছি।”মিরাজের মতে, বাংলাদেশ দলে এখন অনেক ম্যাচ উইনার আছে। এটা খুব ইতিবাচক দিক। তিনি বলেন,
figure>

“দিনশেষে দলের ভেতর যত বেশি উইনিং খেলোয়াড় থাকবে…যদি একজন থাকে, আমরা বিশ্বাস করি সে (ম্যাচ) জেতাতে পারে”“এটা কিন্তু হয়তো এক দিন জেতাতে পারবে, কিন্তু দিনের পর দিন পারবে না। আমাদের দলের ভেতর এখন

যে কেউ, যেকোনো দিন জেতাতে পারে। অবশ্যই নিজের কাছে ভালো লাগছে যেহেতু নিজের ব্যাটিং হয়েছে; চেষ্টা করব ব্যাটিং-বোলিং দুটাতেই অবদান রাখার”এর পরে রাতে আবার নিজের ফেসবুক পেইজের

মাধ্যমে লাইভে এসে ভক্ত দের সাথে নিজের জীবনের বেশ কিছু তথ্য শেয়ার করেবন। কথায় তিনি ছোট থেকে বেড়ে ওঠেন। ছোট বেলায় কোথায় তিনি ক্রিকেট খেলেন এই সব বিয়ে কথা বলেন।লাইভটি নিচে দেওয়া হল…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *