বড় চমকে নেইমার পরবর্তী তারকা ফুটবলারকে পেয়ে গেল ব্রাজিল

প্রতিভাবান ফুটবলার বের করার ক্ষেত্রে ব্রাজিল বরাবরই এগিয়ে। রোনালদো থেকে শুরু করে রোনালদিনহো, রবার্তো কার্লোস, কাকা, নেইমারের পর আরও এক তারকা ফুটবলার খুঁজে পেয়েছে দেশটি। ইতোমধ্যেই দুই প্রীতি ম্যাচের

জন্য ঘোষিত দলে সুযোগ হয়েছে এই প্রতিভাবান ফুটবলারের।ব্রাজিলের ভারপ্রাপ্ত কোচ র‍্যামন মেনেজেস ঘোষিত দলে প্রাধান্য দিয়েছেন তরুণ ফুটবলারদের। বিশেষ করে অনুর্ধ্ব-২০ কোপা আমেরিকায় ব্রাজিলের হয়ে যারা নজরকাড়া

পারফরম্যান্স করেছেন তাদেরই সুযোগ হয়েছে মেনেজেসের দলে। অভিজ্ঞ অনেক ফুটবলারের জায়গা না হলেও পরবর্তী বিশ্বকাপকে লক্ষ্য করে তরুণদের সুযোগ দিয়েছেন তিনি।প্রীতি ম্যাচের জন্য ঘোষিত দলে সুযোগ পেয়েছেন ১৮ বছর

বয়সী মিডফিল্ডার আন্দ্রে সান্তোস। বয়স খুব বেশি না হলেও ইতোমধ্যেই ফুটবল দুনিয়ায় নিজের নাম ছড়িয়ে দিয়েছেন তিনি।বিশেষ করে জুনিয়র কোপা আমেরিকায় ব্রাজিলের শিরোপা জয়ে সবচেয়ে বড় অবদান রেখেছিলেন তিনি। অনেকেই

মনে করছেন, নেইমার পরবর্তী যুগে এই সান্তোসই হবেন ব্রাজিলের সবচেয়ে বড় তারকা।ব্রাজিলের সবগুলো বয়সভিত্তিক দলের হয়ে খেলার অভিজ্ঞতা থাকা এই তরুণ ফুটবলার এখন জাতীয় দলের হয়ে মাঠে নামার জন্য প্রস্তুত। অনূর্ধ্ব-১৮ দলের

হয়ে ৩ ম্যাচে ২ গোল করা এই মিডফিল্ডার জুনিয়র কোপা আমেরিকায়ও গোল করেছেন। ১১ ম্যাচে মাঠে নেমে ৬টি গোল করেন তিনি। নিজ দেশের সতীর্থ ভিটোর রোকুর সঙ্গে যৌথভাবে শীর্ষ গোলদাতাও হন তিনি।

মধ্যমাঠে বল বানিয়ে দেয়ার পাশাপাশি দ্রুত গতিতে আক্রমণভাগে উঠে গোল করতেও বেশ পটু সান্তোস। যুব দলের হয়ে যেভাবে আলো ছড়াচ্ছেন তিনি সেই ধারাবাহিকতা যদি ধরে রাখতে পারেন তাহলে সান্তোস যে ব্রাজিলের তারকা ফুটবলার হয়ে উঠবে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *