




আর্জেন্টিনা তাদের ইতিহাসে মোট তিনটি বিশ্বকাপ জিতেছে। এই তিনটি বিশ্বকাপের মধ্যে প্রথম বিশ্বকাপ নিয়ে তো একেবারেই বিতর্কে ভরপুর। সামরিক ক্ষমতা কাজে লাগিয়ে তারা বিশ্বকাপ





জিতেছে যেটা প্রমানীত। তবে ১৯৮৬ সালে আর্জেন্টিনা তাদের দ্বিতীয় বিশ্বকাপ জিতেছিল ম্যারাডোনার নেতৃত্বে। এরপর তারা তৃতীয় বিশ্বকাপ জিতল ২০২২ সালে কাতারে। কাতারে যে দলটি





বিশ্বকাপ জিতেছে, এই দলটিকে আর্জেন্টিনার ইতিহাসেরই সেরা দল হিসেবে দাবী করেছেন এই দলটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য রোদ্রিগো ডি পল। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই মন্তব্য





করেছেন তিনি। ডি পল বলেন, “আপনি আমাকে ক্ষমা করুণ, তবে আমার মনে হয় আর্জেন্টিনার ইতিহাসের সেরা দল এটা (বর্তমান)। আমি এটা অহংকার করে বলছি না। “পূর্বে





আর্জেন্টিনাতে অনেক ভালো ভালো প্লেয়ার এসেছে। পূর্বের দলে অনেক ভালো ভালো প্লেয়ার ছিল। কিন্তু এটি দল হিসেবে আমরা বর্তমান সব চ্যাম্পিয়নদের হারিয়েছি। কোপা





আমেরিকায় ব্রাজিলকে হারিয়েছি, ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়েছি, বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়েছি। “এটা সহজ ছিল না। আমরা কোন ম্যাচ না হেরে কোয়ালিফাই করেছিলাম। আমরা





১৫ বছর পর বলিভিয়ার মাটিতে জিতেছিলাম। আমরা পেরুর মাটিতে জিতেছিলাম, এটা কত বছর পর ছিল আমার জানা নেই। আমরা অপরাজিত থাকার রেকর্ড ভেঙেছি। “আমি চাই না কেউ





আমার উপর রাগান্বিত হোক। কারণ, আর্জেন্টিনার ইতিহাস অনেক গুরুত্বপূর্ণ এবং সমৃদ্ধ।”