সম্প্রতি ঘোষণা করা হয়েছে ২০২১ সালে ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরষ্কার। এতে মেসি রোনালদোকে হারিয়ে ২০২১ সালের ‘দ্য বেস্ট’ হয়েছেন রবার্ট লেভানডফস্কি। তবে বিশ্বফুটবল জগতের কিংবদন্তি মেসির চোখে সেরা ভিন্ন জন। এতে মেসির চোখে সেরা মনে হয়েছে ব্রাজিলিয়ান তারকা নেইমারকে। রোনালদোর চোখে পোল্যান্ডের স্ট্রাইকার লেভানডফস্কি।
আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকাজয়ী লিওনেল মেসি ও লিভারপুলের মোহাম্মদ সালাহকে হারিয়ে দ্বিতীয়বারের মতো এই পুরস্কার পেলেন পোল্যান্ডের স্ট্রাইকার লেভানডফস্কি।পর্তুগাল তারকা রোনালদো অধিনায়ক হিসেবে নিজের প্রথম ভোটটা তিনি লেভাকেই দিয়েছেন। রোনালদোর চোখে দ্বিতীয় সেরা চেলসির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা মিডফিল্ডার এনগোলো
কান্তে। চেলসির হয়ে চ্যাম্পিয়নস লিগ ও ইতালির হয়ে ইউরো জেতা জর্জিনিও রোনালদোর চোখে তৃতীয় সেরা।এদিকে মেসির চোখে সেরা নেইমার, দুইয়ে আছেন আরেক পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপ্পে। তৃতীয় সেরা হিসেবে রিয়াল মাদ্রিদের করিম বেনজেমাকে বেছে নিয়েছেন মেসি। কারন ২০২১ সালে লেভার পারফরম্যান্সে সম্ভবত সন্তুষ্ট নন মেসি। কারণ, তার চোখে
লেভা তো সেরা ননই, এমনকি তিনেও জায়গা পাননি পোলিশ স্ট্রাইকার।ওদিকে লেভানডফস্কিও নিজের সেরা হিসেবে মেসিকে বেছে নেননি। তাঁর চোখে সেরা জর্জিনিও। কিন্তু দুই ও তিনে ঠিকই মেসি ও রোনালদোকে রেখেছেন লেভানডফস্কি। তৃতীয় হওয়া সালাহও মিসর অধিনায়ক হিসেবে সেরা বলছেন জর্জিনিওকে। আর দুই ও তিনে রেখেছেন মেসি ও লেভানডফস্কিকে।