বাঁচা মরার ম্যাচে দুই পরিবর্তনে ৪ ব্যাটার, ৫ অলরাউন্ডার, ২ পেসার নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী একাদশ ঘোষণা

তিন ম্যাচ ওয়ানডে সিরিজ বোট তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য বাংলাদেশে এসেছেন ইংল্যান্ড ক্রিকেট দল। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ওয়ানডে সিরিজ। গত পহেলা মার্চ সিরিজের

প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ৩ উইকেটে ইংল্যান্ডকে কাছে হেরেছে বাংলাদেশ। আগামিকাল ৩ মার্চ সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে মানবে বাংলাদেশ ইংল্যান্ড। এই ম্যাচের আগের দিন অর্থাৎ

আজ ০২ মার্চ সন্ধ্যায় হুট করেই বাড়ানো হলো বাংলাদেশ ওয়ানডে দলের সদস্য। সংযুক্ত করা হলো মিডল অর্ডার ব্যাটসম্যান শামীম হোসেনকে। তাকে নেওয়ার পেছনে প্রধান নির্বাচক মিনহাজুল

আবেদীনের ব্যাখ্যাটি ক্রিকেট পাড়ায় দারুন লেগেছে। একজনের চোট নিয়ে একটু দুর্ভাবনা থাকায় বাড়তি ফিল্ডার হিসেবে থাকবেন ২২ বছর বয়সী এই ক্রিকেটার! টাইগার দলে আগ্রাসী এই মিডল

অর্ডার ব্যাটসম্যান এখনও পর্যন্ত ১০টি টি-২০ খেলেছেন বাংলাদেশের হয়ে। বাদ পড়ে যাওয়ার পর এবার ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়েই তিনি ফেরেন বুধবার ঘোষিত দলে। পরদিনই

তাকে যোগ করা হলো ওয়ানডে দলে। ওয়ানডেতে তিনি সুযোগ পেলেন প্রথমবার। তাকে নিয়ে দ্বিতীয় ওয়ানডের স্কোয়াড এখন ১৫ জনের। তৃতীয় ওয়ানডের দল ঘোষণা করা হয়নি এখনও।

৫০ ওভারের সংস্করণের ঘরোয়া আসর গত ঢাকা প্রিমিয়ার লিগে খুব ভালো ছিল না পারফরম্যান্স। ১১ ইনিংসে ১টি করে সেঞ্চুরি ও ফিফটিতে তিনি করেছিলেন ৩১.৬৬ গড়ে ২৮৫ রান। তবে

তার মূল শক্তির জায়গা যেটি, দ্রুত রান তোলার, সেটির ছাপ ছিল স্ট্রাইক রেটে (১০৩.৬৩)। তবে তার ব্যাটিং যে ওয়ানডে দলে নেওয়ার ক্ষেত্রে বিবেচ্য ছিল না, সেটি ফুটে উঠল বিডিনিউজ টোয়েন্টিফোর

ডটকমকে দেওয়া প্রধান নির্বাচকের ব্যাখ্যায়। “আমাদের দলে একজনের ইনজুরি নিয়ে একটু কনসার্ন আছে। তাই বাড়তি ফিল্ডার হিসেবে আমরা ওকে নিয়েছি, সাহায্য করার জন্য। বড় কোনো

ইনজুরি নয়, একটু কনসার্ন।” বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড ১৪ জনের। জরুরি প্রয়োজন হলে বাড়তি ফিল্ডার স্কোয়াডে তাই থাকারই কথা। এটির ব্যাখ্যা দিলেন মিনহাজুল আবেদীন। “কারও ইনজুরি

হয়ে গেলে তো বাড়তি আর দুইজন থাকে। এরপর ম্যাচের সকালে কারও ইনজুরি হয়ে গেলে তখন? এজন্য বাড়তি আরেকজন রাখছি।” তাহলে আপাতত শামীমকে খেলানোর চিন্তা নেই? এই প্রশ্নে

প্রধান নির্বাচক আবারও জানিয়ে দিলেন, “না না, বাড়তি ফিল্ডার হিরসবেই নেওয়া।” ফিল্ডার হিসেবে অবশ্য নানা সময়ে আলাদা করেই নজর কেড়েছেন শামীম। দেশের সেরা ফিল্ডারদের একজন

মনে করা হয় তাকে। বুধবার প্রথম ওয়ানডেতে ৩ উইকেটে জিতে সিরিজে এগিয়ে আছে ইংল্যান্ড। বাংলাদেশ ওয়ানডে দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত,

সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরি, তাইজুল ইসলাম,

তৌহিদ হৃদয়, শামীম হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *