বাঁচা মরার ম্যাচে মাঠেই বার্সা-ম্যান ইউ ম্যাচে তুমুল মারামারি, দেখুন ভিডিও

ইউরোপা লিগের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল বার্সা-ম্যান ইউ। এই আসরে হেভিওয়েট লড়াইয়ে দুর্দান্ত খেলেছে বার্সেলোনা, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। সেই ম্যাচেই ঘটলো

এক অবিশ্বাস্য ঘটনা। ওল্ড ট্র্যাফোর্ডে খেলতে নেমে ম্যান ইউ ১ গোলে পিছিয়ে থেকে জয় পেল ফ্রেড এবং আন্থনির গোলে। শেষ ষোলোর জায়গাও পাকা করে ফেলল রেড ডেভিলসরা। এই

দিন ম্যাচ শুরুর এক ঘন্টা পরে দুই দলের ফুটবলাররা হাতাহাতিতে জড়িয়ে পড়লেন। বার্সার ফ্র্যাঙ্কি ডি জং-কে ফাউল করেন আরন ওয়ান বিষকা। ডাচ এই মিডফিল্ডার যখন মাটিতে সেই

সময় ইউনাইটেডের ক্যাপ্টেন ব্রুনো ফার্নান্দেজ বল নিয়ে সরাসরি আছড়ে ফেলেন ডি জংয়ের দিকে লক্ষ্য করে। তারপরেই বার্সার ফুটবলাররা ক্ষেপে যান। এই ফঘতনার পরে দুই দলের

বেশ কয়েকজন ফুটবলার হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ইপিএলে ক্রিস্টাল প্যালেস ম্যাচে একইভাবে সংঘর্ষে জড়িয়ে পড়েন ব্রাজিলিয়ান কাসেমিরো। এদিনই তিনি সেই ঘটনার পুনরাবৃত্তি

ঘটান। তাঁকে বের করে দেওয়া হয়। যদিও কোনও লাল কার্ড দেখানো হয়নি। গ্রীষ্মের ট্রান্সফার উইন্ডোতে বার্সার ডি জঙ্গকে টার্গেট করেছিল ইউনাইটেড। আয়াক্সে থাকাকালীন ইউনাইটেডের

বর্তমান কোচের প্রিয়পাত্র ছিলেন ডি জং। যেখানে তাঁরা এরডিভিসে এবং লিগ কাপ জিতেছিলেন একত্রে ২০১৮/১৯ সিজনে। ২০১৯ ট্রান্সফার উইন্ডোতে বার্সা সই করায় ডি জংকে। আর টেন

হ্যাগ ইউনাইটেডে কোচ হয়ে আসার পর থেকেই নিজের পুরোনো ছাত্রকে নিয়ে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দুই ক্লাব একসময় ডি জংয়ের ট্রান্সফারে সম্মত হয়ে গিয়েছিল। তবে ডি জং সাফ

জানিয়ে দিয়েছিলেন তিনি বার্সাতেই জাভির কোচিংয়ে খেলা চালিয়ে যেতে চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *