শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা-মরার ম্যাচ খেলতে নেমেছে ভারত। এই ম্যাচটা হারলেই ফাইনালে খেলা হবে না গতবারের চ্যাম্পিয়নদের। দুবাই স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়েছে ভারত।মাত্র ১৩ রানেই ২ উইকেট






হারিয়েছে ডিপেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যাচের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে মাহেশ থেকশানার বলে এলবিডব্লু হয়ে মাত্র ৬ (৭) রান করে সাজঘরে ফিরতে হয়েছে লোকেশ রাহুলকে।তার এক ওভার পরেই তৃতীয় ওভারের চতুর্থ বলে বিরাট কোহলিকে শূন্য






রানে বোল্ড করে ফিরিয়েছেন মাধুশাঙ্কা।তিন ওভারে দুই উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়লেও শুরুর ধাক্কা সামাল দিচ্ছেন রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব।






এই প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ স্কোর, ভারত ২০ ওভার শেষে ৮ উইকেটে ১৭৩ রান সংগ্রহ করেন। সুতরাং লঙ্কানদের সামনে ১৭৪ রানের টার্গেট।