তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমদের ব্যাটিংকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অন্যতম কারিগর ছিলেন জেমি সিডন্স। সেই জেমি সিডন্স আবারও বাংলাদেশে আসছেন। বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে যোগ দিচ্ছেন তিনি।
ইতোমধ্যে বাংলাদেশের ভিসা প্রক্রিয়া শেষ করেছেন সিডন্স।একইসঙ্গে ফ্লাইটও বুকিং দিয়েছেন তিনি। এবার বাংলাদেশে আসার পালা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিওবার্তায় এ কথা জানিয়েছেন তিনি নিজেই। সিডন্স বলেন,
বাংলাদেশের ভিসা পেয়ে গেছি আমি। আমার পরবর্তী কোচিং অধ্যায় হবে সেখানে। আশা করছি দুই বছর কাজ করব। অক্টোবরে আবার টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ফিরব অস্ট্রেলিয়ায়।তিনি আরও বলেন, আমি জাতীয় দলের ব্যাটসম্যানদের সঙ্গে কাজ করব, পাশাপাশি তরুণ নিয়েও কাজ করব। আমি শতভাগ নিশ্চিত নই আমার সিংহভাগ সময় কাদের সঙ্গে
কাটবে। তবে এটি নিশ্চিত প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে কাজ করব।এর আগে ২০০৭ থেকে ২০১১ পর্যন্ত প্রায় চার বছর বাংলাদেশের কোচের দায়িত্বে ছিলেন সিডন্স। ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় দায়িত্ব হারান সিডন্স।