




৩টি ওয়ানডে ও ৩টি-২০ খেলার জন্য গত ২৪ ফেব্রুয়ারি বাংলা’দেশে এসেছে ইংল্যান্ড ক্রিকেট দল। বাংলাদেশ সফরের জন্য গত কয়েক’দিন আগেই ইংল্যা’ন্ডের দল ঘোষণা করা শেষ।





এরপ’রে দলে এক এক সময়ে ইনজু’রিতে পড়ে এক এক ক্রিকেটার, তার বদলে হিসেবে দলে নিয়ে আসা হয় অন্য ক্রিকেটার কে। এর ধারাবাহিকতায় এই কদিন আগে থেকে ছিটকে গেছেন





ইংলিশ ক্রিকেট টম অ্যাবেল। জাতীয় দলে অভিষেক না হওয়া এই ক্রিকেটারের বদলি হিসেবে ইংলিশ বাহিনিতে ওয়ানডে দলে ডাক পেয়েছেন উইল জ্যাকস। এক বিবৃতিতে বিষয়’টি নিশ্চিত





করেছে ইংল্যা’ন্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আগামী ১ম মার্চ থেকে শুরু হবে বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যেকার প্রথম ওয়ানডে ম্যাচ। সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে ৩ মার্চ এবং সিরিজের





তৃতীয় ও শেষ ম্যাচ হবে ৬ মার্চ। প্রতিটি ম্যাচ হবে বাংলাদেশ সময় দুপুর ১২ টার সময়। সিরিজের প্রথম ম্যাচ হবে ঢাকায় ও বাকি দুই ম্যাচ হবে চট্টগ্রামে। এরপর শুরু হবে টি-টোয়ে’ন্টি সিরিজ।





সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ৯ মার্চ। সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে ১২ মার্চ এবং সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ হবে ১৪ মার্চ। টি-২০ সিরি’জের প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলা’দেশ সময় বিকাল ৩ টা থেকে।