বাংলাদেশের কারনে পাকিস্তানকে না করে দিলেন জস লিটল

কিছু দিন হল শুরু হয়ে’ছে পাকিস্তানের সব থেকে বোড় ঘরোয়া আসর পাকিস্তান সুপার লিগের (পিএসএল)। এই আসরে মুলতান সুলতানসের হয়ে খেলার কথা ছিল আয়ারল্যান্ডের অন্যতম তারকা

ক্রিকেটার জস লিটলের। যদিও এই আইরিশ বাঁহাতি পেসারের হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা হচ্ছে না এদিকে সাউথ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্না’মেন্ট এসএ

টোয়েন্টিতে খেলার সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন পেসার লিটল। যদিও এই চোট মারাত্মক না হলেও সেই চোট এখনও সেরে ওঠেনি। সামনেই বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের

সীমিত ওভারের সিরিজ রয়েছে। এর মধ্যে আইপিএলের মতো বড় টুর্নামেন্টও রয়েছে। দেশটি’র ক্রিকেট বিষয়ক এক গণমাধ্যমের মাধ্যমে জানা যায় যে এ কারণেই নিজেকে ফিট করে তুলতে

পিএসএলে খেলছেন না লিটল। নিলাম থেকে তাকে ৪.৪ কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন দল গুজরাট টাইটা’ন্স। আয়ারল্যান্ড দলের স্পোর্টস সায়েন্স

বিভাগের প্রধান ও ফিজিওথেরাপিস্ট মার্ক রুশা জানি’য়েছেন লিটলের পায়ে এখনও অস্বস্তি রয়েছে। সেই সঙ্গে অতিরিক্ত সতর্কতার কারণেই তাকে এখনই মাঠে না ফেরার পরামর্শ দিয়েছেন তারা।

তিনি বলেন, ‘এসএ টোয়েন্টির শেষ দিকে জস তার হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করার কথা জানিয়েছিলেন। প্রিটোরিয়া ক্যাপিটালসের মেডিক্যাল কর্মীরা তাকে স্ক্যানের জন্য পাঠিয়েছিলেন। যদিও

সেটা অস্পষ্ট ছিল। আরও বেশি সতর্কতার জন্য জস আয়ারল্যান্ড মেডিক্যাল টিমের সঙ্গে যোগ দিতে দেশে ফিরে আসর সিদ্ধান্ত নিয়েছিলেন।’ দেশে ফিরে এমআরআই স্ক্যান করানোর পরও

তার হ্যামস্ট্রিংয়ে কোনো গুরুতর চোট পাওয়া যায়নি। তবে ব্যস্ত সুচিকে সামনে রেখে তাকে ডাবলিনে অনুশীলন করে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। এমনটাই জানিয়েছেন আইরিশ ক্রিকেটের

মেডিক্যাল হেড। তিনি বলেন, ‘এখানে এমআরআই করানোর পর হ্যামস্ট্রিংয়ে কোনো আঘা’তের চিহ্ন পাওয়া যায়নি। তবে মার্চের শেষের দিকে শুরু হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)

প্রস্তুতির জন্য পুনর্বাসনে নিজে’কে ফিট রাখতে কন্ডিশনিং ও বোলিংয়ের অনুশীলন করবেন তিনি ডাবলিনে এবং সামনের আন্তর্জাতিক সিরিজের ব্যস্ততার জন্য প্রস্তুতি নেবেন।’ আগামী

১৮ মার্চ বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করবে আয়ারল্যান্ড। এরপর ৩১ মার্চ শেষ হবে টাইগারদের বিপক্ষে টি টোয়েন্টি সি’রিজ। সবকিছু ঠি’ক থাকলে বাংলাদেশ থেকেই আইপিএলে

খেলার বিমান ধরবেন এই আ’ইরিশ পেসার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *