




আগামী ১ম মার্চ থেকে মাঠে গড়াবে বাংলাদেশ-ইংল্যান্ড মধ্যকার ওয়ানডে সিরিজ। এর আগে ইনজুরি হানা দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট টিম। প্রথম দিনে অনুশীলনে চোটের কারণে ছিটকে গেলেন





টম অ্যাবেল। ব্যাটিং অলরাউ’ন্ডারের পরিবর্তে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে ডাক পেয়েছেন এই উইল জ্যাকস। আজ ২৫ ফেব্রুয়ারি শনিবার রাতে বাংলাদেশে





পৌঁছানোর কথা এই ব্যাটারের। গণমাধ্যমে এক বার্তায় এমনটাই তথ্য জানা যায় যে ইংল্যান্ড ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজার ম্যাট সোমারফোর্ড। বার্তায় তিনি লিখেছেন, ‘ওয়ানডে সিরিজে’র জন্য





উইল জ্যাকসকে দলে ডাকা হয়েছে। আজই (শনিবার) তার ঢাকায় পৌঁছানোর কথা। টেস্ট দলের সঙ্গে এতদিন নিউজিল্যান্ডে ছিলেন জ্যাকস।’ নিউজিল্যান্ডে টেস্ট সিরিজ খেলছে ইংল্যান্ড।





সে দলের সদস্য ছিলেন জ্যাকস। কিন্তু সুযোগ পান’নি একাদশে। বাংলাদেশের বিপক্ষে ঘোষণা করা ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে থাকলেও ছিলেন না ওয়ানডে স্কোয়াডে। এ পর্যন্ত ইংলিশদের





হয়ে দুটি টেস্ট ও দুটি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ওয়ানডেতে অভিষেকের অপেক্ষায় রয়েছে জ্যাকস। এর আগে বাংলাদেশে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)





২০২১-২২ মৌসুমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে খেলেছেন তিনি। সেবার ১১ ম্যাচে ৪১ গড় আর ১৫৫ স্ট্রাইক রেটে ৪১৪ রান করে ছিলে’ন সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষে। গতকাল শুক্রবার বাংলাদেশে





পৌঁছেছে ইংল্যান্ড দল। ১ মার্চ শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ হবে ৩ ও ৬ মার্চ। ওয়ানডে সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অন্তর্ভুক্ত। যদিও এরই মধ্যে বিশ্বকাপে





সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করেছে দু’ই দল।