




ধবার মিরপুরে শুরু হচ্ছে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। টেস্ট ও টি-টোয়েন্টিতে ভালো করলেও ইংলিশদের ওয়ানডে ফর্ম ভালো নয়। মঙ্গলবার সংবাদ সম্মেলনে





মঈন আলীর কাছে জানতে চাওয়া হয় ওয়ানডে সিরিজে কারা ফেভারিট। জবাবে মঈন বলেন, ‘কে ফেভারিট, এটা আসলে কোনো বিষয় নয়। নিজেদের কন্ডিশনে বাংলাদেশ বরাবরই ভালো। আমরা





শেষ ১০ ম্যাচের সাতটা হেরেছি, তবে আমরা বিশ্বচ্যাম্পিয়ন। লম্বা সময় ধরে আমরা আমাদের সেরা দলটা পাইনি। কিন্তু এখন মার্ক উড আছে, জোফরা আর্চার আছে। উইল জ্যাকসও দলে যোগ





দিয়েছে। দিন শেষে কে ফেভারিট, কে ফেভারিট না, এতে কিছু যায়-আসে না।’‘হোম অ্যাডভান্টেজ’ কাজে লাগানোর কথা প্রকাশ্যেই বলেছেন বাংলাদেশের হেড কোচ চন্দিকা হাথুরাসিংহে।





এসব মাথায় রাখছেন মঈন আলীও। ইংলিশ অলরাউন্ডার জানেন এখানে স্পিনারদের বিপক্ষে পরীক্ষা দিতে হবে তাদের। ইংলিশ অলরাউন্ডার বলেন, ‘আপনি যখন উপমহাদেশে খেলতে আসবেন,





এমনটা ভেবেই আসতে হবে যে ভালো স্পিন বোলিংয়ের বিপক্ষে পরীক্ষা দিতে হবে।’ মঈন আরো বলেন, ‘বাংলাদেশ দল হিসেবে খুব ভালো। বিগত কয়েক বছরে দল হিসেবে তারা অনেক উন্নতি





করেছে। শুধু স্পিনাররাই না, তাদের পেসাররাও মানসম্মত। আমরা আমাদের সেরা প্রস্তুতি নিয়েই খেলতে নামব। নেটে বাঁহাতি স্পিনার ও ডানহাতি অফ স্পিনারদের বিপক্ষে অনুশীলন করেছি,





আমরা তাদের শক্তি সম্পর্কে জানি। সেভাবেই প্রস্তুতি নিয়েছি।’