বাংলাদেশে না খেললেও ইংল্যান্ডের বিশ্বকাপ পরিকল্পনায় অ্যালেক্স হেলস

বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে ভারত বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় ইংল্যান্ড। সিরিজ শুরুর আগে এমনটা জানিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। তবে ইংল্যান্ডের বিশ্বকাপ প্রস্তুতির

সিরিজে খেলছেন না অ্যালেক্স হেলস। তবুও বর্তমান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ পরিকল্পনায় রয়েছেন ডানহাতি এই ব্যাটার। মাদক নিয়ে ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের

দলে থেকেও বাদ পড়েছিলেন হেলস। তৎকালীন অধিনায়ক ইয়ন মরগান জানিয়েছিলেন, হেলস দলের সবার বিশ্বাস ভঙ্গ করেছেন। যে কারণে মরগান থাকাকালীন ইংল্যান্ডের জার্সিতে খেলা হয়নি

হেলসের। তবে মরগান নেতৃত্ব ছাড়তেই টি-টোয়েন্টি দিয়ে প্রত্যাবর্তন করেন তিনি। পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার পর খেলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাটলারের সঙ্গে ব্যাটিংয়ে

ইংলিশদের অন্যতম কারিগর ছিলেন হেলস। ২০ ওভারের ক্রিকেটে ভালো করায় ওয়ানডেতে ফেরার সুযোগ ছিল নটিংহ্যামের এই ক্রিকেটার। সবশেষ সাউথ আফ্রিকা সফরের ওয়ানডে দলে

খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। যদিও ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির কারণে ৫০ ওভারের ক্রিকেটে ফেরেননি হেলস। এমনকি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চুক্তির কথা জানিয়ে

নিজেকে সরিয়ে নিয়েছেন বাংলাদেশ সফর থেকেও। বাংলাদেশে না আসলেও ভারত বিশ্বকাপের জন্য দল সাজাতে হেলসকে পরিকল্পনায় রাখছে ইংল্যান্ড। এমনটাই নিশ্চিত করেছেন ম্যাথু

মট। হেলসের ওয়ানডে দলে ফেরা ও বিশ্বকাপ খেলা নিয়ে ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের প্রধান কোচ মট বলেন, ‘আমরা অবশ্যই এটা নিয়ে তার সঙ্গে কথা বলেছি বিশেষ করে যখন সে এত ভালো

একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ কাটিয়েছে। সেই দরজা এখনও খোলা আছে।’ জাতীয় দলের খেলা বাদ দিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেললেও তাদের উপর কোনো ধরনের ক্ষোভ রাখা হবে না। বিশ্বকাপ

দল বাছাইয়ের সময় সাম্প্রতিক ফর্ম এবং উপমহাদেশের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা আছে ও ভালো করতে পারে, এমন ক্রিকেটারদের বিবেচনা করা হবে বলে জানান ইংল্যান্ডের প্রধান কোচ।

মট বলেন, ‘আমরা যখন বিশ্বকাপের স্কোয়াড বাছাই করবো তখন আমরা এমন কারও উপর ক্ষোভ রাখবো না যে জাতীয় দলে খেলার সুযোগটি লুফে নেয়নি। সবার জন্যই সুযোগ থাকবে এবং

আমরা খেলার ব্যাপারগুলো পুরোপুরি বুঝতে পারি। যে কেউ সাদা বলের ক্রিকেটে ভালো করছে, ফর্মে আছে এবং উপমহাদেশের কন্ডিশনে ভালো করতে পারে, এমন যে কেউ দলের সঙ্গে যাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *