




বাংলাদেশ ক্রিকেটে একটা বিষয় খুব ভালো ভাবে দেখা যায়। ঘরের মাঠে যখন কোন সিরিজ বসে তখন টাইগার ভক্তরা খুশিতে মেতে ওঠে। দেশের মাটিতে প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশ





ক্রিকেট দলকে উৎসাহিত করার জন্য মাঠের কানায়-কানায় উপচে পড়ে টাইগার ভক্তরা। দলকে উৎসাহ দিতে মাঠে দর্শকদের উপস্থিতির কমতি থাকে না। এই তাইগারদের উতসাহ দেওয়ার





জন্য দর্শকদের মাঠে বসে খেলা দেখতে বড় চ্যালেঞ্জ থাকে স্টেডিয়ামে ঢোকার জন্য টিকিট সংগ্রহ করা। কেননা মাঠে বসে উপভোগ করতে হলে দর্শকদের কষ্ট করে লম্বা লাইনে দাঁড়িয়ে





কাটতে হয় টিকিট। এই লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা তারপরেই মেলে টিকিট নামক সোনার হরিণ। তবে এবার সেই কষ্ট থেকে মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের





দর্শকরা। আগামী মাসে অনুষ্ঠেয় আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে অনলাইনে একটি নিদিষ্ট সংখ্যক টিকিট ছাড়বে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির





প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন। এ সময় সুজন বলেন, ‘অনলাইনে টিকিট বিক্রির জন্য আমরা কাজ করছি। আয়ারল্যান্ড সিরিজ থেকেই বাস্তাবায়ন হবে বলে আমি আত্ববিশ্বাসী।’