




আগামী কাল থেকে শুরু হতে যাচ্ছে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী ইংল্যান্ডের মধ্যকার ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। আসন্ন এই সিরিজের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে





বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ম্যাচ রেফারি ও আম্পায়ার মিলিয়ে এঈ সিরিজে দায়িত্বপ্রাপ্তদের ৫ জন দেশি ও ২ জন বিদেশি। টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচের দায়িত্ব ছাড়া হয়েছে দেশি





রেফারি-আম্পায়ারদের। আগামী কাল থেকে শুরু হাওয়া ওয়ানডে সিরিজে ম্যাচ রেফারির ভূমিকায় থাকবেন ভারতের জভাগল শ্রীনাথ। বাওং টি-টোয়েন্টি সিরিজে ম্যাচ রেফারি হিসেবে





দায়িত্ব পালন করবেন বাংলাদেশের নিয়ামুর রশিদ রাহুল। এছাড়া এই সিরিজের আম্পায়ার হিসেবে দেখা যাবে বাংলাদেশের মাসুদুর রহমান মুকুল, শহীদউল্লাহ ইবনে শহীদ সৈকত, তানভীর





আহমেদ ও গাজী সোহেলকে। বিদেশিদের মধ্যে আম্পায়ার হিসেবে থাকছেন শুধু শ্রীলঙ্কার রুচিরা পালিয়াগুরুগে। ১ মার্চ ১ম ওয়ানডেতে অন ফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন পালিয়াগুরুগে





ও তানভীর। এছাড়া টিভি আম্পায়ার সৈকত ও চতুর্থ আম্পায়ার গাজী সোহেল। ২য় ওয়ানডেতে পালিয়াগুরুগের সাথে অন ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন সৈকত। গাজী সোহেল টিভি





আম্পায়ার ও তানভীর আহমেদ চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন। ৩য় ও শেষ ওয়ানডেতে সোহেল ও পালিয়াগুরুগে অন ফিল্ড এবং মুকুল তৃতীয় ও তানভীর চতুর্থ আম্পায়ারের ভূমিকা





পালন করবেন। ৯ মার্চ থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজ পুরোটাই পরিচালনা করবেন দেশি আম্পায়াররা। ১ম ম্যাচে মুকুল ও তানভীর, দ্বিতীয় ম্যাচে সৈকত ও সোহেল এবং তৃতীয় ও শেষ





ম্যাচে সৈকত ও তানভীর অন ফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন। এছাড়া ১ম ম্যাচে সৈকত ও সোহেল, দ্বিতীয় ম্যাচে মুকুল ও তানভীর এবং শেষ ম্যাচে সোহেল ও মুকুল যথাক্রমে তৃতীয় ও





চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন। একনজরে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের ম্যাচ অফিসিয়ালদের তালিকা ম্যাচ রেফারি : জভাগল শ্রীনাথ (ভারত) ও নিয়ামুর রশিদ রাহুল আম্পায়ার,





রুচিরা পালিয়াগুরুগে (শ্রীলঙ্কা), মাসুদুর রহমান মুকুল, শহীদউল্লাহ ইবনে শহীদ সৈকত, তানভীর আহমেদ ও গাজী সোহেল