




বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে ২০১৪ সালে সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিয়ে কোচিংয়ে নাম লিখিয়েছিলেন বাংলাদেশ জা’তীয় দলের মারকুটে তারকা ব্যাটার আফতাব হো’সেন। ডিপিএল





ও বিপিএলের পাশাপাশি আফতাব টি-টেন আসরেও সামলেছেন কোচের দায়িত্ব। সত্য শেষ হ’য়ে যাওয়া সর্বশেষ বিপিএলের নবম আসরের রংপুর রাইডার্সের সহকা’রী কোচের দায়িত্বে





ছিলেন আফতাব। বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব নেওয়ার ইস্যুতে তাকে নিয়ে গুঞ্জন ছিল অনেকটাই। তবে এবার দেশের বাইরে সুদূর যুক্তরাষ্ট্রে (আমেরিকা) প্রধান কোচের





দায়িত্ব নিয়ে কোচিং করাতে যাচ্ছেন টাইহার ড়ি ক্রিকেটার আফতাব আহমেদ। আমেরিকার ঘরোয়া ক্লাব আট’ন্টা ফায়ারের হয়ে কাজ করবেন সাবেক এই টাইগার অলরা’উন্ডার। আফতাব





বলেন, ‘সম্ভবত পরবর্তী মাসে আমি আমেরিকায় চলে যাচ্ছি। একেবারে নয়, তবে মোটামুটি পরিবার নিয়েই যাচ্ছি। প্রথমে আমেরিকার ক্লাবে যুক্ত হব। ইনশাআল্লাহ এরপর আ’স্তে আস্তে





সেখানকার জাতীয় দল বা অন্য কিছু নিয়ে চিন্তা করব। বাইরে কোচিংয়ের শুরুতে আটলান্টা ফায়ারের হয়ে কাজ করব। আমি যে সাম’নের মাসে যাব এটা হয়তো অনেকে জানে না। যাওয়ার আগেই





সবাইকে জানাব ইনশাআল্লাহ।’ আফতাব আরও বলেন, ‘আটলান্টা ফায়ারের হয়েই সেখানে যাচ্ছি। ওখানে বর্তমানে মাইনর লিগ রয়েছে। সামনের বছর ওরা একটা মেজর লিগ দিবে। ওদের





একাডেমি আ’ছে, যা নিয়ে বিভিন্ন প্ল্যান রয়েছে তাদের। এটা মোটামুটি বড় পরিসরের পরিকল্পনা।’ সাবেক এই ক্রিকে’টার সদ্য সমাপ্ত বিপিএলে রংপুর রাইডার্সের সহকারী কো’চের দায়িত্ব





পালন করেছেন। জাতীয় দলের সহকারী কোচের সম্ভাব্য তালি’কায় তাকে অনেকে রাখলেও শেষ পর্যন্ত আবেদন করে’ননি আফতাব।