




ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর ২০২২ সালের অ্যাওয়ার্ড প্রাপ্তদের তালিকা প্রকাশ হয়েছে। যেখানে ১৬ টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে বেছে নেওয়া হয়েছে সেরাদের। তালিকায় জায়গা হয়েছে দুই বাংলাদেশীর।বর্ষসেরা ওয়ানডে





ব্যাটিং পুরষ্কার জিতেছেন মেহেদী হাসান মিরাজ। ইবাদত জিতেছেন বর্ষসেরা টেস্ট বোলিং পুরষ্কার।মিরাজকে বেছে নেওয়া হয়েছে গত বছর ডিসেম্বরে মিরপুরে ভারতের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে দল জেতানোর জন্য। ৮ নম্বরে নেমে





তার ৮৩ বলে ৮ চার ৪ ছক্কায় সাজানো অপরাজিত ১০০ রানের ইনিংসে ৭ উইকেটে ২৭১ রানের পুঁজি পায় বাংলাদেশ।জবাবে ভারত থেমেছিল ৯ উইকেটে ২৬৬ রানে, বাংলাদেশ পায় ৫ রানের জয়। পাশাপাশি নিশ্চিত হয় সিরিজও।





ইবাদত পুরষ্কার জিতেছেন গত বছর জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টে দুর্দান্ত বল করে বাংলাদেশকে ঐতিহাসিক জয় এনে দেওয়ার কারণে। ৪৬ রানে ৬ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে মাত্র





১৬৯ রানে আটকে দিতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।এবাদত-মিরাজ ছাড়া বাকি পুরষ্কারে ইংলিশদের দাপট। জনি বেয়ারস্টো জিতেছেন বর্ষসেরা টেস্ট ব্যাটিং (পুরুষ)। বর্ষসেরা ওয়ানডে (পুরুষ) বোলিং ভারতের জাসপ্রীত বুমরাহ।





বর্ষসেরা টি-টোয়েন্টি ব্যাটিং (পুরুষ) সুরিয়া কুমার যাদব। ভারতীয় এই ব্যাটার পুরষ্কার পাচ্ছেন নিউজিল্যান্ডের বিপক্ষে ১১ রানের ইনিংসের জন্য।বর্ষসেরা টি-টোয়েন্টি বোলিং পুরষ্কার উঠছে ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানোর পথে





ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ১২ রানে ৩ উইকেট নেওয়া স্যাম কারেনের হাতে।নারীদের ওয়ানডে সেরা ব্যাটিং পুরষ্কার পাচ্ছেন অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি। বর্ষসেরা ওয়ানডে বোলিং ইংল্যান্ডের সোফি এক্লেস্টোনের।নারীদের বর্ষসেরা
টি-টোয়েন্টি ব্যাটিং ভারতের স্মৃতি মান্ধানার। সেরা বোলিংও ভারতীয়দের, পাচ্ছেন রেনুকা সিং।আইসিসির সহযোগী সদস্য দেশের সেরা ব্যাটিং পুরষ্কার উঠছে স্কটল্যান্ডের জর্জ মুনসের হাতে। সহযোগী সদস্যের সেরা বোলিং পুরষ্কার জিতেছেন
নেদারল্যান্ডসের পেসার ব্র্যান্ডন গ্লোভার।ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সেরা ব্যাটিং পুরষ্কার উঠছে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে লাখনৌ জায়ান্টসের বিপক্ষে ১১২ রানের ইনিংস খেলা রাজত পতিদারের হাতে। গুজরাট টাইটান্সের বিপক্ষে ২৫ রানে
৫ উইকেট নেওয়া সানরাইজার্স হায়দ্রাবাদের উমরান মালিক জিতেছেন এই বিভাগে সেরা বোলিং পুরষ্কার।বছর জুড়ে ব্যাট হাতে আলো ছড়িয়ে সেরা অভিষিক্ত ক্রিকেটারের পুরষ্কার পাচ্ছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। বর্ষসেরা অধিনায়কের পুরষ্কার উঠছে ইংলিশ বেন স্টোকসের হাতে।