চলমান সফরে সাদা পোশাকের পর এবার রঙিন পোশাকেও নিজেদের জাত চেনালেন বাংলাদেশের যুবারা। ভারতের আসাম অনুর্ধ্ব-১৬ দলের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে ৮ উইকেটের বিশাল






বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৬ দল। এরফলে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে টাইগাররা। গতকাল ১৩ আগস্ট শনিবার গৌহাটির বরসাপাড়ায় আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন






স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারতের আসামের যুবারা। তবে শুরুটা ভালো করতে পারেনি আসাম। ঘরের মাঠে






তাদের বেশ ভুগিয়েছে সফরকারী বাংলাদেশের স্পিনাররা। বাংলাদেশী স্পিনারদের দুর্দান্ত বোলিংয়ে ৩৭.৪ ওভারে ১০৪ রান তুলতেই গুটিয়ে যায় আসাম অনুর্ধ্ব-১৬ দল। বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং






করেছেন সামিউন বাসির রাতুল। তার বাঁহাতের ঘূর্ণিতে রীতিমতো চোখে সরষে ফুল দেখেছে আসামের যুবারা। এই স্পিনার ৯.৪ ওভারে ১৯ রান দিয়ে শিকার করেছেন ৪ উইকেট। তাছাড়া ৯ ওভার






বোলিং করে ২৫ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেছেন লেগস্পিনার শেখ ইমতিয়াজ শিহাব। আরেক স্পিনার ফারহান শাহরিয়ারও ভালো বোলিং করেছেন। তার ঝুলিতে গেছে ২ উইকেট। ১০৫






রানের সহজ লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ভালো শুরু আপয় বাংলাদেশ। অপরাজিত হাফ সেঞ্চুরিতে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে বড় ভূমিকা রাখেন ওপেনার আজিজুল হাকিম তামিম। তার দুর্দান্ত
ইনিংসে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।