বাড়ানো হচ্ছে বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচ, জানালেন বিসিবির সভাপতি

দীর্ঘ সাত বছর পর বাংলাদেশের ঘরের মাঠে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসেছে ইংল্যান্ড ক্রিকেট টিম। পেছনের দিকে তাকালে বোঝা যাবে প্রতি ১০ বছরের মধ্যে এই কয়েকটি ম্যাচেই ইংল্যান্ডের সাথে খেলার সুযোগ

পায় বাংলাদেশ ক্রিকেটরা। তা না হলে ইংল্যান্ডের সাথে খেলতে হলে বাংলাদেশকে তাকিয়ে থাকতে হয় আইসিসি বিভিন্ন টুর্নামেন্টের দিকে।তবে এবার সুদিন আসতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলে। বর্তমান সময়ে ভালো ক্রিকেট খেলছে

সাকিব তামিমরা। বছরে তাই ইংল্যান্ডের সাথে খেলার সংখ্যা বাড়ানোর কথা বলেছে বাংলাদেশ এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সভাপরি নাজমুল হাসান পাপন। সঙ্গে থাকবে বিভিন্ন বয়সভিত্তিক দলের মধ্যে খেলা ও কোচিং নিয়ে এক্সচেঞ্জ

প্রোগ্রাম কথা চিন্তা করছে বিসিবি।ইংল্যান্ড জাতীয় দল এখন সফর করছে বাংলাদেশ। এই দলের সাথে সফর করছে বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছেন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান। বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যকার

ম্যাচ গ্যালারিতে বসেই উপভোগ করছে তিনি। তার সাথেই সবসময় ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।গতকাল শেষ ওয়ানডে ম্যাচের পর সাংবাদিকদের সাথে আলাপকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি

জানিয়েছেন বাংলাদেশের খেলার আয়োজন, ক্রিকেট নিয়ে দর্শকদের আগ্রহ সবকিছু দেখে অবাক হয়েছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান। এরপরেই তিনি দুই দেশের মধ্যে খেলা নিয়ে আরও সম্পর্কের কথা জানান বিসিবি সভাপতিকে।

নাজমুল হাসান পাপন বলেন, “ওদের চেয়ারম্যান এসেছিলেন। ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান। আপনারা জানেন যে, আমাদের সঙ্গে দুটো ম্যাচ দেখেছেন। সে নিজেও অবাক হয়েছে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর আয়োজন দেখে।”

“এরকম প্রতিযোগিতামূলক ম্যাচ, প্রথম ম্যাচটা যখন ও দেখেছে, কেন যে ইংল্যান্ডের সঙ্গে আমাদের খেলা আরও বেশি হচ্ছে না, এ জিনিসটা সে বুঝতে পারছে না। সে নতুন হয়েছে চেয়ারম্যান। বলেছে, গিয়ে অবশ্য এ জিনিসটা ওপর সে

নজর দেবে এবং আমাদের সঙ্গে কো-অপারেশন এবং কোলাবোরেশন কীভাবে আরও বাড়ানো যায়, এ টিম থেকে শুরু করে অনূর্ধ্ব-১৯ টিম, কোচিংয়ের ব্যাপারে… এক্সচেঞ্জ প্রোগ্রাম করব।এখন পর্যন্ত দুই দল টেস্ট খেলেছে মাত্র ১০টি,

ওয়ানডে এই সিরিজসহ ২৩টি আর টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত কোনো সিরিজ খেলেনি দুই দল। একমাত্র দেখা হয়েছিল আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে। ইসিবি চেয়ারম্যানের কথা দিয়েছেন। এবার কি ইংলিশদের বিপক্ষে নিয়মিত খেলবে বাংলাদেশ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *