বাবর আজমকে হঁটিয়ে নতুন অধিনায়কের নাম ঘোষণা করতে যাচ্ছে পাকিস্তান

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। ঐ সিরিজে নাও দেখা যেতে পারে পাকিস্তানের নিয়মিত অধিনায়ক বাবর আজমকে।পাকিস্তান সুপার লিগে দারুণ খেলা ক্রিকেটারদের বাজিয়ে দেখতে চায় পাকিস্তান

ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেজন্য আফগান সিরিজকে টার্গেট করেছে বোর্ড। পাকিস্তান দলে নতুন মুখ দেখলেও অবাক হওয়ার কিছু থাকবে না।বাবর আজম বর্তমানে পাকিস্তানের তিন ফরম্যাটেরই অধিনায়ক। তবে তার অধিনায়কত্ব নিয়ে

আলোচনা-সমলোচনাও রয়েছে। বিশেষ করে সাদা পোশাকের ক্রিকেটে নেতৃত্ব নিয়ে। গুঞ্জন ছিল টেস্টে বাবরকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে।আপাতত অধিনায়কত্ব থেকে অন্তর্বর্তীকালীন ছুটি পাচ্ছেন বাবর। এ মাসেই আফগানিস্তানের

বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। পাকিস্তানের গণমাধ্যমের খবর অনুযায়ী টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে বাবরকে।তার পরিবর্তে পাকিস্তান দলের দায়িত্ব উঠতে পারে পেসার শাহীন আফ্রিদির কাঁধে। অধিনায়কত্ব করার অভিজ্ঞতা

রয়েছে এই পেসারের। পিএসএলে লাহোর কালান্দার্সের নেতৃত্বে রয়েছেন তিনি। সেই সুবাধে জাতীয় দলেও তার অধিনায়কত্ব পরখ করে দেখতে চায় পিসিবি।শুধু বাবরই নন, আফগান সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে পাকিস্তান দলের মূল

ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ানসহ বেশ কিছু সিনিয়র ক্রিকেটারদের। তাদের পরিবর্তে দলে সুযোগ পেতে পারেন পিএসএল ভালো খেলা এহসান উল্লাহ, ইমাদ ওয়াসিম, আজম, সাইম আইয়ুবের মত ক্রিকেটাররা।মূলত ২০২৪ টি-টোয়েন্টি

বিশ্বকাপের কথা মাথায় রেখেই এখন থেকে দল তৈরি করতে চায় পিসিবি। সেজন্য সিনিয়রদের বিশ্রাম দিয়ে তরুণদের বাজিয়ে দেখতে চায়। দুই দলের মধ্যকার সিরিজটি শুরু হবে ২৪ মার্চ।
সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচটি হবে ২৬ ও ২৭ মার্চ। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে শারজাহতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *