বাবা বেঁচে থাকলে হয়তো মায়ের চেয়ে বেশি খুশি হতেন, রনি তালুকদার

দীর্ঘ আট বছর পর জাতীয় দলে ফিরেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ রংপুর রাইডার্সের হয়ে ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা রনি তালুকদার। গত বুধবার আসন্ন ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।সেখানেই দেখা গিয়েছে ৩২ বছর বয়সী মারকুটে এ ব্যাটারের নাম। দলে ডাক পেয়ে গতকাল বৃহস্পতিবার রনি এক গণমাধ্যমকে বলেন, ‘বাবা বেঁচে থাকলে হয়তো মায়ের চেয়ে বেশি খুশি হতেন।’

গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় বারের মতো দলে ডাক পেয়ে এক গণমাধ্যমে সাক্ষাত্কার দেন রনি। এসময় নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি বলেন, ‘অনুভূতি তো সত্যি বলতে অনেক ভালো। লক্ষ্য তো এটিই থাকে—জাতীয় দলে খেলা।

হাবিবুল বাশার ভাই (নির্বাচক) ফোন দিয়ে বললেন, টি-টোয়েন্টি দলে আছি আমি। পরে শুভকামনা জানালেন, সাহস দিলেন।’এক পর্যায়ে প্রয়াত বাবাকে স্বরণ করে রনি বলেন, ‘খবরটা জানার পর বাসায় ফোন দিলাম, মায়ের

সঙ্গে কথা বললাম। পরিবারের সবাই খুব খুশি। মা তো অনেক খুশি। স্ত্রী, বাকিরাও আশীর্বাদ করছেন যেন ভালো খেলতে পারি,বাংলাদেশের জন্য ভালো কিছু করতে পারি। এখন বাবা বেঁচে থাকলে হয়তো মায়ের চেয়েও বেশি খুশি হতেন।

এটা (জাতীয় দলে খেলা) আমার বাবার অনেক ইচ্ছা ছিল। বাবাকে খুব মিস করি। প্রথম ম্যাচ যে খেলেছিলাম, তার আগেই উনি মারা যান। আমার এই জিনিসগুলো দেখাতে পারলাম না বাবাকে…।’জাতীয় দলে তিনি আবার ফিরবেন

এ নিয়ে তার আস্থা ছিল জানিয়ে রনি বলেন, ‘আগে নিজের প্রতি বিশ্বাস থাকতে হবে যে, আমি কী করতে পারি। আমার খেলার ধরনটা কিন্তু ওমনই। টি-টোয়েন্টিতে কেমন খেলি,কী করতে পারব—সেই বিশ্বাসটা আগে নিজের প্রতি

আনতে হবে। আর যদি ফিটনেস ঠিক থাকে, তাহলে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়, ইতিবাচক চিন্তা করার সাহসটা পাওয়া যায়। আর একটা বিষয় হলো, নির্বাচক বা বিসিবির কর্মকর্তারা আমাকে বারবার বলেছেন যে, পারফর্ম করলে অবশ্যই সুযোগ আসবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *