বাবা জাতীয় দলের হয়ে ১৪১টি একদিনের ম্যাচ খেলেও সেঞ্চুরি করতে পারেননি। তার সর্বোচ্চ স্কোর ৯৬। তবে ছেলে হয়ত বাবার সেই আক্ষেপ ঘোচাবেন। পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাউল হকের ছেলে ফাহামুল হক অন্তত তাই জানিয়ে
দিলেন। পাকিস্তানের মুলতানে চলমান অনূর্ধ্ব ১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে সেন্ট্রাল পাঞ্জাব হোয়াইটসের হয়ে নর্দানের বিপক্ষে হার না
মানা ২০১ রানের অনবদ্য এক ইনিংস খেলেছেন ফাহাম।রোববারের ওই ম্যাচে ফাহামের সেঞ্চুরির ওপর ভর করেই ৪৯ রানের বড় জয় পেয়েছে দল তার।