চ্যাম্পিয়নস লিগে আজ রয়েছে হাইভোল্টেজ ম্যাচ। আলিয়াঞ্জ অ্যারেনায় আজ মুখোমুখি হচ্ছে বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনা। গ্রুপ ‘সি’র এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ (মঙ্গলবার)






দিবাগত রাত ১টায়। ম্যাচের আগে বায়ার্ন তারকা টমাস মুলারকে একটি বিষয়ে সতর্ক করেছেন সতীর্থ সাদিও মানে। বিজ্ঞাপন দীর্ঘদিন মুলার সঙ্গে বায়ার্ন মিউনিখের হয়ে খেলেছেন সময়ের অন্যতম






সেরা তারকা রবাট লেভানদোস্কি। বায়ার্নে থাকাকালে প্রতি মৌসুমে লেভানদোস্কি ৪০-৫০টি গোল করতেন। মুলারই সবচেয়ে বেশি অ্যাসিস্ট করেছেন লেভাকে। কিন্তু লেভানদোস্কি এখন আর মুলারে






সতীর্থ না। গ্রীষ্মের দলবদলে বায়ার্ন ছেড়ে বার্সায় যোগ দেওয়া তিনি। তবে বায়ার্নের নতুন তারকা সাদিও মানের ভয়, সতীর্থ ভেবে এখনো লেভাকে বল পাস দিয়ে ফেলতে পারেন মুলার। তাই মজার ছলেই






মুলারকে সতর্ক করেছেন মানে। বার্সার বিপক্ষে মাঠে নামার আগের দিন সংবাদ সম্মেলনে মুলার জানান, ‘(সাদিও) মানে আমাকে গত ১০ দিন ধরে মজা করে বলে আসছে যাতে ভুলবশতও লেভানদোস্কির






কাছে বল পাস না দিই। ’ মুলার আরো বলেন, ‘লেভার উপর খুব ফোকাস দেওয়া নয়, আগামীকাল (আজ) আমাদের খেলাটা খেলতে হবে। মাঠে আমাদের সংযোগ কয়েক বছর ধরে গড়ে উঠেছে। কিন্তু
এখন আমাদের সামনে অনেক কার্যকরী খেলোয়াড় রয়েছে এবং আমাদের কাছে নির্দিষ্ট একজন নেই। প্রতিপক্ষ জানে না যে আসল স্ট্রাইকার কে, আমাদের এটাকে কার্যকর করতে হবে। ’