হাতে গোনা আর মাত্র ১৩ দিন বাকি এবারের এশিয়া কাপের। এশিয়া কাপের এবারের আসর শ্রীলংকা হওয়ার কথা ছিল কিন্তু দেশটির রাজনৈতিক পরিস্থিতি এতটা বাজে অবস্থা যে শ্রীলঙ্কায়






এই আসর কোন ভাবে আয়োজন করার মত কোনো পরিস্থিতি ছিল না। অবশেষে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এই আসনটিকে আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়ার কথা চিন্তা করে। তবে






আয়োজক হিসেবে থেকে যায় শ্রীলঙ্কা। নানা নাটকীয়তার পর অবশেষে চূড়ান্ত হয় আরব আমিরাতে আগামী ২৭ আগস্ট শ্রীলংকা এবং আফগানিস্তানের মধ্যকার ম্যাচ দিয়েই শুরু হবে এবারের






এশিয়া কাপ। ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাইয়ে। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। আগামী 30 আগস্ট আফগানিস্তানের মুখোমুখি মাঠে নামবে বাংলাদেশ এটাই হবে বাংলাদেশের






এশিয়া কাপের প্রথম ম্যাচ এই ম্যাচটি শুরু হবে রাত আটটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে শারজাহ।






এবার এক নজরে দেখে নিন এবারের এশিয়া কাপের সময় সূচিঃ দুটি গ্রুপে ভাগ করা হয়েছে, এ গ্রুপে আছে- পাকিস্তান, ভারত ও কোয়ালিফায়ার। বি গ্রুপে আছে- শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান।






২৭শে অগাস্ট, শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান,
দুবাই ২৮শে অগাস্ট, ভারত বনাম পাকিস্তান,
দুবাই ৩০শে অগাস্ট, বাংলাদেশ বনাম আফগানিস্তান,
শারজাহ ৩১শে অগাস্ট, ভারত বনাম কোয়ালিফায়ার,
দুবাই ১লা সেপ্টেম্বর, শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ,
দুবাই ২রা সেপ্টেম্বর, পাকিস্তান বনাম কোয়ালিফায়ার,
শারজাহ প্রতি গ্রুপ থেকে সেরা দুই দল পরের রাউন্ড- সুপার ফোরে খেলবে।
৩রা সেপ্টেম্বর, বি-১ বনাম বি-২, শারজাহ
৪ঠা সেপ্টেম্বর, এ-১ বনাম ১-২, দুবাই
৬ই সেপ্টেম্বর, এ-১ বনাম বি-১, দুবাই
৭ই সেপ্টেম্বর, এ-২ বনাম বি-২, দুবাই
৮ই সেপ্টেম্বর, এ-১ বনাম বি-২, দুবাই
৯ই সেপ্টেম্বর, বি-১ বনাম এ-২, দুবাই
ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে সুপার ফোর পর্বের সেরা দুই দল।
ফাইনাল- ১১ই সেপ্টেম্বর, প্রথম সুপার ফোর বনাম দ্বিতীয় সুপার ফোর, দুবাই। সবগুলো ম্যাচ বাংলাদেশ সময় রাত ৮ টায় শুরু হবে।